• ঢাকা শনিবার
    ০৪ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

মেসির পর এবার রোনাল্ডোর করোনা শনাক্ত

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ১০:৫০ এএম

মেসির পর এবার রোনাল্ডোর করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবার করোনা আক্রান্ত হলেন কিংবদন্তি ফুটবল তারকা রোনাল্ডো নাজারিও। বিশ্বজুড়ে ব্যাপক আকারে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার প্রভাবে লিওনেল মেসির পর ফুটবলের আরেক বড় তারকার করোনা আক্রান্তের খবর এল। ক্রুজেইরো নামের দলটির মালিকানার বড় একটি অংশ ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনাল্ডোর।

রোববার (২ জানুয়ারি) এক টুইট বার্তায় ক্লাবটি জানায়, করোনা আক্রান্ত হওয়ায় ক্লাবের ১০১ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না রোনাল্ডো।

করোনা পজিটিভ আসার পর আইসোলেশেনে রয়েছেন কিংবদন্তি এই ফুটবল তারকা।

বিশ্ব জুড়ে বাড়ছে করোনার প্রভাব। বাদ যাচ্ছেন না খেলোয়াড়রাও। ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক ম্যাচ বাতিল হচ্ছে ফুটবলাররা করোনা আক্রান্ত হওয়ায়।

সম্প্রতি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির করোনা আক্রান্ত হওয়ার সংবাদ জানিয়েছে তার ক্লাব পিএসজি। প্রাণভোমরা মেসি ছাড়াও আক্রান্ত হয়েছেন দলের আরও তিন ফুটবলার। মেসির সঙ্গে আক্রান্ত বাকি তিন ফুটবলার হলেন জুয়ান বার্নেট, সার্জেও রিকো ও নাথান বিটু-মাজলা। আক্রান্ত সবাই আছেন আইসোলেশনে।

সোমবার কোপা দে ফ্রান্সে ভেন্নাসের বিপক্ষে ম্যচ আছে পিএসজির। এর আগে এমন খবরে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

অর্ণব

আর্কাইভ