• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

শরিফুল-জয়দের প্রশংসায় মিরাজ

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ০২:৪৬ এএম

শরিফুল-জয়দের প্রশংসায় মিরাজ

ক্রীড়া ডেস্ক

বরাবরই বাংলাদেশের কাছে নিউজিল্যান্ড সফর এক অগ্নিপরীক্ষা। বারবার সেখানে গিয়ে নাস্তানাবুদ হয়ে এসেছে টাইগাররা। তবে এবার ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে অন্য এক বাংলাদেশের দেখা মিলেছে। প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩২৮ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করেছে সফরকারীরা। ওপেনার মাহমুদুল হাসান জয় ৭০ এবং অধিনায়ক মুমিনুল হক ৮ রান করে অপরাজিত আছেন।

রোববার (২ জানুয়ারি) দ্বিতীয় দিনের খেলা শেষে  ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন মেহেদী হাসান মিরাজ। যিনি ৩২ ওভার বল করে ৮৬ রানের বিনিময়ে তিনটি মূল্যবান উইকেট শিকার করেছেন।

শান্ত-জয়ের জুটির প্রশংসা করে মিরাজ বলেন, ‘দুজনের জুটিটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। বেশ কিছুদিন ধরে আমাদের প্রথম দিকে কোনো জুটি হচ্ছিল না। এই জুটিটা আমাদের আত্মবিশ্বাস দেবে।’

তিনি বলেন, ‘জয় অনেক ভালো ব্যাট করেছে, ইতিবাচক ছিল। ও যে নতুন, এটা ওর ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না। কন্ডিশনের সঙ্গে খুব ভালো মানিয়ে নিয়েছে। আমরা জানি জয় খুব ভালো খেলোয়াড়। অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার। ওখানে ভালো খেলেছে, তারপর ঘরোয়াতে ভালো খেলে জাতীয় দলে এসেছে। মাত্রই শুরু, বাংলাদেশকে অনেক কিছু দেয়ার আছে।

প্রথম দিন শরিফুলের বোলিংয়েই কিউইদের টপ অর্ডার ভেঙে পড়ে। এ বিষয়ে এই অলরাউন্ডার বলেন, ‘আমাদের বোলাররা কাল (শনিবার) ও আজ (রোববার) ভালো করেছে। বোলারদের মধ্যে শরিফুল মঞ্চ গড়ে দিয়েছে; ৩ উইকেট নিয়েছে। ওর উইকেটগুলো গুরুত্বপূর্ণ ছিল। সব মিলিয়ে আমাদের স্পিনারদের পারফরম্যান্স ভালো ছিল, পেস বোলাররাও খুব ভালো করেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্টে ভালো শুরু করেছে বাংলাদেশ। প্রথম দিনের দারুণ পারফরম্যান্সের কৃতিত্ব বোলারদের দিয়েছেন মিরাজ। তিনি বলেন, ‘শুরুতেই আমাদের লক্ষ্য ছিল পাঁচ উইকেট তুলে নেয়া। সেটা আমরা করতে পেরেছি। আমাদের বোলাররা ভালো বোলিং করেছে। বোলাররা রান দেয়নি, এতেই ওদের উইকেটগুলো তাড়াতাড়ি পড়েছে।

জেডআই/এম. জামান

আর্কাইভ