• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

এবার করোনা পজিটিভ হলেন মেসি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ১২:২১ এএম

এবার করোনা পজিটিভ হলেন মেসি

ক্রীড়া ডেস্ক

এবার করোনাভাইরাস হানা দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) শিবিরে। আক্রান্ত হয়েছেন ফরাসি ক্লাবটির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এক বিবৃতিতে মেসির করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে পিএসজি।

বিবৃতিতে জানানো হয়েছে, মেসিসহ তাদের দলের মোট চারজন ফুটবলারের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ইউরোপের একাধিক ক্লাবে, একাধিক প্লেয়ার করোনা সংক্রমিত হয়েছেন।

পিএসজির তরফে জানানো হয়েছে, মেসির পাশাপাশি লেফট ব্যাক হুয়ান বারনাট, গোলরক্ষক সার্জিও রিকো এবং মিডফিল্ডার নাথান বিটুমাজালার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। চারজন খেলোয়াড়ই বর্তমানে আইসোলেশনে রয়েছেন।

এ ছাড়া পিএসজির একজন কোচিং স্টাফও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। করোনার থাবায় ইতোমধ্যে বিপর্যস্ত অবস্থায় ইউরোপিয়ান ফুটবল। বড়দিনের ছুটির পর স্প্যানিশ লা লিগার প্রায় সব ক্লাবেই আছড়ে পড়েছে করোনা। ১৯ দলে এখন পর্যন্ত খেলোয়াড়-কোচিং স্টাফসহ ১০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া লিগ ওয়ানে পিএসজির প্রতিদ্বন্দ্বী মোনাকোও জানিয়েছে, তাদের সাতজন খেলোয়াড় কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন। তাদের সবার মধ্যেই তেমন কোনো উপসর্গ দেখা যায়নি এবং রাখা হয়েছে আইসোলেশনে।

জেডআই/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ