প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১, ১১:৫৮ পিএম
সময় বয়ে যায় প্রবাহমান
নদীর স্রোতের মতো। হিসাব করেছি কভু জীবনটা কোন পথে করেছি ব্যয়। দেখতে দেখতে কেটে গেল আরও একটি বছর।
দিনপঞ্জিকার শেষ পাতাটি উল্টে যাবে আজ। নানা কাজের ফিরিস্তি লেখা নিত্যসঙ্গী
খাতাটি হয়ে পড়বে সাবেক। অনেকেই পেছন ফিরে খুঁজে ফিরবে পুরনো দিনের স্মৃতি। আসুন
আমরা দেখে নিই ক্রিকেট ও ফুটবলের বাইরে কেমন ছিল ক্রীড়াঙ্গন।
ক্রিকেট এবং ফুটবলের বাইরে দেশের ক্রীড়াঙ্গনে গেল বছর যতটুকু সাফল্য এসেছে তা আর্চারি থেকে। তীরন্দাজ রোমান সানা আর দিয়া সিদ্দিকীর সাফল্যে ২০২১ সালটা আর্চারির জন্য হয়ে থাকবে স্মরণীয় এক বছর। নিজেদের ইতিহাসে প্রথমবার অলিম্পিক গেমসে বাংলাদেশ আর্চারি দল বাছাই পর্ব পেরিয়ে খেলেছে চূড়ান্ত পর্বে। রিকার্ভ মিশ্র ইভেন্টে রোমানের সঙ্গী ছিলেন দিয়া। রোমান ওঠেন পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে, দিয়া খেলেন মেয়েদের এককের প্রথম রাউন্ডে।
এ ছাড়া সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ আর্চারির স্টেজ-২তে রিকার্ভ মিশ্র ইভেন্টে রৌপ্য পদক জিতে নেয় বাংলাদেশ। এখানেও ছিলেন রোমান-দিয়া জুটি। ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পদক জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। এই দলেও ছিলেন দিয়া। এশিয়ান আর্চারিতে এর আগে আটবার অংশ নিয়েও পদক–মঞ্চে উঠতে পারেননি বাংলাদেশের কেউ। এবার জিতেছেন ১টি রুপা ও ২টি ব্রোঞ্জ। রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে হাকিম আহমেদের সঙ্গে জুটি গড়ে দিয়া জেতেন রুপা। আর মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে দিয়ার সঙ্গে ব্রোঞ্জ জেতেন বিউটি রায় ও নাসরিন আক্তার।
হকি : নানা সমস্যায় জর্জরিত হকি ফেডারেশন দীর্ঘদিন পর শুরু করে প্রিমিয়ার হকি লিগ। ঘরোয়া হকি চালু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেডারেশনকে এক কোটি টাকার অনুদান দিয়েছেন। হকির দলবদল ক্লাবপাড়ায় ছড়িয়েছে নাটকীয় উত্তেজনা। মোহামেডান স্পোর্টিং লিমিটেড তুলে নিয়ে যায় মেরিনার ইয়াংসের ডিফেন্ডার সারোয়ার মোরশেদকে। ঘটনা থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। এবারই ঢাকায় প্রথমবারের মতো বসেছে এশীয় হকির সর্বোচ্চ টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফির আসর। এ টুর্নামেন্ট দিয়েই ৪০ মাস পর আন্তর্জাতিক খেলায় ফেরে বাংলাদেশের হকি। টুর্নামেন্টে পঞ্চম হওয়া বাংলাদেশের একমাত্র প্রাপ্তি সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পাওয়া গোলরক্ষক বিপ্লব কুজুর।
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস : বিদায়ী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। গেমসে সর্বোচ্চ পদক পেয়ে সেরা হয় আনসার। যদিও গত বছর এই গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের জন্য অনুষ্ঠিত হয়নি। গত বছরের দেয়া সূচিতেই এই বছর ১-১০ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হয়। বিগত গেমসের মতোই এই গেমসেও সার্ভিসেস বাহিনী আধিপত্য বিস্তার করেছে। বাংলাদেশ আনসার সর্বোচ্চ সংখ্যক স্বর্ণ জিতে চ্যাম্পিয়ন হয়েছে।
কাবাডি : এ বছর ইতিহাস গড়েছে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। জাতীয় খেলা হলেও দেশের মাটিতে কাবাডি ফেডারেশনের আয়োজিত কোনো প্রতিযোগিতায় আন্তর্জাতিক সাফল্য ছিল না। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কাবাডি ফেডারেশন বঙ্গবন্ধু কাপ কাবাডি করে। সেই কাবাডিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। এটি বাংলাদেশের কাবাডির বিশেষ অর্জন।
অ্যাথলেটিকস : অ্যাথলেটিকস ট্র্যাকে না হলেও ট্র্যাকের বাইরে এ বছর আলোচনায় ছিলেন দেশের দ্রুততম মানব ইসমাইল হোসেন ও জহির। টোকিও অলিম্পিক গেমসের বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলায় অ্যাথলেটিকস ফেডারেশন এক বছরের জন্য নিষিদ্ধ করে ইসমাইলকে। অবশ্য তিন মাস পর সেই নিষেধাজ্ঞা উঠে যায়। অ্যাথলেটিকসে আরেক অঘটন ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান ৪০০ মিটারে দেশসেরা জহির। অনির্দিষ্টকালের জন্য তাকে নিষিদ্ধ করেছে ফেডারেশন।
দাবা : বছরব্যাপী দেশি-বিদেশি টুর্নামেন্টে ব্যস্ত ছিলেন দাবাড়ুরা। রাশিয়ায় বিশ্বকাপে খেলেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমিন সুলতানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়তু শেখ হাসিনা গ্র্যান্ডমাস্টার্স দাবা হয়েছে ঢাকায়। শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বের ৩৩ জন গ্র্যান্ডমাস্টার নিয়ে ঢাকায় হয়েছে আরেকটি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা। দেশের ইতিহাসে এটাই দাবার বড় টুর্নামেন্ট।
জিমন্যাস্টিকস : এ বছর ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক জিমন্যাস্টিকস। রিও অলিম্পিকে সোনাজয়ী বাংলাদেশি বাংশোদ্ভূত জিমন্যাস্টস মার্গারিতা মামুন এই টুর্নামেন্টের শুভেচ্ছাদূত হয়ে ঢাকায় এসেছিলেন।
বডিবিল্ডিং : প্রথমবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েই পদক জেতেন দেশের নারী বডিবিল্ডার মাকসুদা আক্তার। মুম্বাইয়ে অলিম্পিয়া অ্যামেচার বডিবিল্ডিংয়ে ওমেন ফিজিক ক্যাটাগরিতে হন তৃতীয় রানারআপ।
ভলিবল : বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। শ্রীলঙ্কার বিপক্ষে সরাসরি ৩-০ সেটে হারে জাবিররা। বাংলাদেশ ভলিবল দল টুর্নামেন্ট উপলক্ষে বেশি প্রস্তুতি নিতে পারেনি। স্বল্প প্রস্তুতিতেও বাংলাদেশের খেলোয়াড়েরা ভালো পারফরম্যান্স করেছেন। নারী দল চার ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে।
ক্রীড়াঙ্গনে বছর শেষ হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন দিয়ে। আগামী চার বছরের জন্য নতুন কমিটি এসেছে। নতুন সভাপতি সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ ছাড়া টানা তৃতীয়বারের মতো মহাসচিব নির্বাচিত হয়েছেন সৈয়দ শাহেদ রেজা। নির্বাচনী তফসিল অনুযায়ী, গত ৯ ডিসেম্বর শাহেদ রেজার নেতৃত্বে একটি প্যানেল মনোনয়নপত্র জমা দেয়। ১৭ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কেউ প্রত্যাহার না করায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া বেশ কয়েকটি ফেডারেশনে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে মূল পদ সাধারণ সম্পাদক হিসেবে থেকেছেন আগের ব্যক্তিরাই। ভলিবল, হ্যান্ডবল, আর্চারি, সাঁতারে সাধারণ সম্পাদক হিসেবে আছেন আশিকুর রহমান মিকু, আসাদুজ্জামান কোহিনূর, কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, এমবি সাইফ।
জেডআই/এম. জামান