• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ক্রিকেটে আলো-আঁধারিতে পার হলো বছর

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ১০:৪৯ পিএম

ক্রিকেটে আলো-আঁধারিতে পার হলো বছর

জাফিউল ইসলাম বাবু

সময় বয়ে যায় তার নিজস্ব গতিতে। হারিয়ে যাওয়া দিনের স্মৃতি রয়ে যায় মনের মণিকোঠায়। কখনও হাসায়, কখনও কাঁদায়দুর্বোধ্য অতীত কভু নাহি আসে ফিরে আর। হাসি আর কান্নার অগণিত স্মৃতি নিয়ে কালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর। আসুন জেনে নিই বিদায়ী বছরে কেমন ছিল বাংলাদেশের ক্রিকেট।


করোনাভাইরাসের কারণে বারবার হোঁচট খাচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গন। তার ব্যতিক্রম ঘটেনি বাংলাদেশেও। তবে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ কম থাকায় স্বাস্থ্যবিধি মেনে দেশে-বিদেশে বেশ কিছু সিরিজ বা টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গেল এক বছরে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের কাছে মিশ্র অভিজ্ঞতার বছর ছিল এটি। বলা যায়, ভালো-মন্দ মিলিয়ে বছরটা পার করে দিয়েছে টাইগাররা।


শুরুটা দুর্দান্ত হলেও শেষটা মোটেও ভালো হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। লাল-সবুজ দলের বছরের শুরুটা ছিল দারুণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে বছর শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু টেস্ট সিরিজে বড় এক ধাক্কা খেয়েছে বাংলাদেশ। স্পিনসহায়ক উইকেটেও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দল বাংলাদেশকে ধবলধোলাই করেছে টেস্ট সিরিজে। নিউজিল্যান্ড সফর বরাবরের মতো এবারও বাংলাদেশকে ভুগিয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই হেরে ফিরেছে বাংলাদেশ। এপ্রিলে শ্রীলঙ্কা সফরেও হেরে এসেছে বাংলাদেশ।


মে মাসে ওয়ানডে সিরিজেই বাংলাদেশ এর বদলা নিয়েছে। বছরের মাঝপথ পেরোতেই বাংলাদেশের জয়যাত্রা শুরু হয়েছে। জিম্বাবুয়েতে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। দুই দলের বিপক্ষে এই সংস্করণে প্রথমবারের মতো সিরিজ জিতেছে বাংলাদেশ। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গাও করে নিয়েছে বাংলাদেশ। কিন্তু এ বছরই আবার টি-টোয়েন্টি বিশ্বকাপটা ছিল ভরাডুবির। কোনো রকমে প্রথম পর্ব পার করলেও শেষ পর্যন্ত সুপার টুয়েলভে জয় ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। হতাশার বছর শেষ হয়েছে পাকিস্তানের বিপক্ষে দুই সিরিজ হারে। টি-টোয়েন্টি ও টেস্টে সফরকারীদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা।


২০২১ সালে বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে বিতর্ক হয়েছে। তাদের মধ্যে ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন গত জানুয়ারিতে। এর সঙ্গে যোগ হয়েছে হঠাৎই তামিম ইকবালের টি-টোয়েন্টি সংস্করণ তথা বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বিতর্ক। দেশের ক্রিকেটের পাঁচ তারকার আরেকজন মাহমুদউল্লাহ রিয়াদ এ বছরই অভিমানে টেস্ট ক্রিকেটকে বলেছেন বিদায়। এ মাসেই দল ঘোষণার পর নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়ে ফের বিতর্কে আসেন সাকিব আল হাসান।


টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজে ব্যর্থতার জেরে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা। যদিও সব বিতর্ক ছাপিয়ে নিউজিল্যান্ড সফরে ডমিঙ্গোকে পাঠিয়েছে বিসিবি। তবে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের ভাগ্য ঝুলিয়ে রেখে তার জায়গায় সাবেক কোচ জেমি সিডন্সকে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিদায় জানানো হয়েছে ফিল্ডিং কোচ রায়ান কুককে।

বিদায়ী বছরে বাংলাদেশ ক্রিকেটে উইকেট নিয়ে ছিল প্রবল বিতর্ক। মন্থর ও বাজে উইকেটে কয়েকটা সিরিজ খেলেছে দল। স্পোর্টিং এবং বাউন্সি উইকেটের যে চাহিদা ছিল তার ন্যূনতমও পূরণ করতে পারেনি বিসিবি। বাজে উইকেটে খেলার খেসারত বাংলাদেশ দিয়েছে বিশ্বকাপে।


বছরের শেষ দিকে এসে মেয়েদের ক্রিকেটে এসেছে বড় সাফল্য। প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। বাছাইয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মেয়েদের হারান সালমা-রুমানা-নিগারেরা। এসব আনন্দ অনেকটাই ম্লান হয়ে যাচ্ছিল মেয়েদের দেশে ফেরার জটিলতায়। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরতে পারছিলেন না নারী দলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ফিরলেও দেশে তাদের সংবর্ধনায় আয়োজন করে দিতে পারেনি বিসিবি। কারণ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন দুই নারী ক্রিকেটার।


এদিকে বয়সভিত্তিক দলেও এসেছে সাফল্য। ভারতকে তাদেরই মাটিতে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চলমান যুব এশিয়া কাপেও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে লাল-সবুজ দলের যুবারা।


তবে নাটকীয় পরিবর্তন ঘটেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। দীর্ঘ এক দশক পেরিয়ে গেলেও ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টকে একটি আদর্শ কাঠামোতে দাঁড় করাতে পারেনি বিসিবি। এবার প্লেয়ার্স ড্রাফটের আগের দিন মালিকানা বদলের বিরল ঘটনারও জন্ম দিয়েছে তারা।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ও নাজমুল হাসান পাপনের বোর্ড প্রেসিডেন্ট থাকার ব্যাপারটা অনেকটা অনুমিতই ছিল। এবং সেটাই হয়েছে। অক্টোবরে চতুর্থবারের মতো দেশের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পদে বসেছেন নাজমুল। এরপর বিসিবির স্ট্যান্ডিং কমিটিতে এসেছে পরিবর্তন। এসেছে কিছু নতুন মুখ। তবে সবচেয়ে বেশি আলোচিত ছিল ক্রিকেট পরিচালনা বিভাগ। টানা ছয় ও মোট আট বছর দায়িত্ব পালনের পর এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন আকরাম খান। তার শূন্যস্থান পূরণ করেন মিডিয়া কমিটির সাবেক চেয়ারম্যান ও অভিজ্ঞ সংগঠক জালাল ইউনুস।


বিসিবির স্ট্যান্ডিং কমিটিতে পরিবর্তনের মধ্য দিয়ে শেষ হয়ে গেল আরও একটি বছর। আর বছর যখন শেষ হচ্ছিল তখন তাসমান সাগরপাড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার অপেক্ষায় মুমিনুল হকের বাংলাদেশ দল। নতুন বছরের প্রথম দিনে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে মাঠে নামবেন তারা। লাল-সবুজ ক্রিকেট সমর্থকদের আশা, বিদেশের মাটিতে জয় দিয়েই নতুন বছর শুরু করবে টাইগাররা। সেই অপেক্ষায় গোটা বাংলাদেশ।

জেডআই/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ