• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন সাইফউদ্দিন

প্রকাশিত: মে ২৬, ২০২১, ০৩:২১ এএম

চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন সাইফউদ্দিন

ক্রীড়া ডেস্ক

ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পায় মোহাম্মদ সাইফউদ্দিন। পরে তাকে নেয়া হয় হাসপাতালে। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা ছয়টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে সাইফউদ্দিনকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। 

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ব্যাটিং ইনিংস তখন ৪৬.২ ওভারে। দুষ্মন্থ চামিরার শট বল মোহাম্মদ সাইফউদ্দিনের হেলমেটে লেগে পেছনে চলে যায়। হতভম্ব সাইফউদ্দিন রান নিতে গিয়ে ড্রাইভ দেন। তাতে অবশ্য রান আউটও হন তিনি। 

ওই সময় হাঁটু গেড়ে উইকেটে বেশ কিছুক্ষণ বসে থাকেন সাইফউদ্দিন। তার অস্বস্তি বোঝা যাচ্ছিল শরীরী ভাষায়। বাংলাদেশ দলের ফিজিও মাঠে গিয়ে পরীক্ষা করেন। এরপর তার সঙ্গেই ড্রেসিংরুমে যান বোলিং এই অলরাউন্ডার। 
পরবর্তীতে হাসপাতালে নেওয়া হয় আরও ভালোভাবে পর্যবেক্ষণের জন্য। হাসপাতলে সিটি স্ক্যান করা হয়েছে তার। প্রাথমিক অবস্থায় জানা গেছে, গুরুতর কিছু হয়নি সাইফউদ্দিনের।

পরে বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেছেন, হাসপাতালে একটি পরীক্ষার পর ড্রেসিং রুমে ফিরে আসেন সাইফউদ্দিন। আগামী কয়েক ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।

টিআর

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ