• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সাকিব-মোস্তাফিজ-নাসুম ভিড়লেন যে দলে

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১, ১২:৩৫ এএম

সাকিব-মোস্তাফিজ-নাসুম ভিড়লেন যে দলে

ক্রীড়া ডেস্ক

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অস্টম আসর মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২০ জানুয়ারি। সেই লক্ষ্য সামনে রেখে সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর  র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তবে নিলামের আগেই দল পেয়েছেন দেশের অন্যতম সেরা তিন ক্রিকেটার।

তারা হলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, কাটার মাস্টার খ্যাত পেসার মোস্তাফিজুর রহমান ও তরুণ উদীয়মান স্পিনার নাসুম আহমেদ।

বিপিএলে সরাসরি সাইনিংয়ে দল পেয়েছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এই অলরাউন্ডারকে দলে টেনেছে বরিশাল ফরচুন। পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। জাতীয় দলের অন্যতম বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে বেছে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি।

নিয়ম অনুযায়ী, ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিং হিসেবে প্রতিটি দল একজন করে দেশি ও তিনজন করে বিদেশি খেলোয়াড় দলে ভেড়াতে পারবে। সেই সুযোগ কাজে লাগিয়েই এই তিন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘোষণায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানিয়েছে, ‘চ্যালেঞ্জার্সের জার্সিতে বিপিএল খেলেই সোজা জাতীয় দল (ঠাঁই হয় নাসুমের)। টি-টোয়েন্টি ফরম্যাটের অপরিহার্য এই বাঁহাতি স্পিনারের ওপরই সবার আগে আমাদের আস্থা। নতুন আসরের জন্য আমরা নাসুমকেই বেছে নিয়েছি ডিরেক্ট সাইনিংয়ে।

তারা আরো লিখেছে, ‘আনকোরা নাসুম আহমেদকে সারপ্রাইজ প্যাকেজ হিসেবেই সর্বশেষ বিপিএলে দলে নিয়েছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসলেন, দেখলেন আর জয় করলেন- বাকি গল্পটা এরকম।

২০১৯-২০ মৌসুমে হওয়া সবশেষ বিপিএলে চট্টগ্রামের হয়ে ১৩ ম্যাচ খেলেছিলেন নাসুম। যেখানে ৭.২৬ ইকোনমি রেটে ৬ উইকেট শিকার করেছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৮ ম্যাচে ৬.৬৩ ইকোনমি রেটে ২২ উইকেট নিয়েছেন সিলেটের এই স্পিনার।

জেডআই/

আর্কাইভ