• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

ইউরো শেষে নতুন কোচ পাচ্ছে জার্মানি

প্রকাশিত: মে ২৫, ২০২১, ০৭:০৭ পিএম

ইউরো শেষে নতুন কোচ পাচ্ছে জার্মানি

ক্রীড়া ডেস্ক

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ইউরোর বাকি দিনের হিসাবে হাতে গোনা। কিন্তু ইউরোপ সেরার এই টুর্নামেন্টের আগে পরে দুটি বড় পরিবর্তন দেখা যাবে জার্মান ফুটবলে। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনে জোয়াকিম লো গত মার্চে ঘোষণা দেন, ইউরো শেষেই জার্মানির কোচের পদ ছাড়বেন। কিন্তু এরপর জার্মানির দায়িত্ব নেবেন কে?

মঙ্গলবার (২৫ মে) সেই নামটাও জানিয়ে দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) মৌসুম শেষে বায়ার্ন মিউনিখের দায়িত্ব ছাড়া হান্সি ফ্লিকই হতে যাচ্ছেন লোর উত্তরসূরি। আনুষ্ঠানিকভাবে জার্মানির কোচ হিসেবে তিন বছরের চুক্তির পর এএফপিকে ফ্লিক বলেন, ‘চমকে দেয়ার মতোই দ্রুত সব ঘটে গেল। এই শরৎ থেকে জার্মানির কোচের দায়িত্ব পেয়ে আমি খুশি। আমার আর তর সইছে না। কারণ খেলোয়াড়দের মান সম্পর্কে জানি, বিশেষ করে তরুণদের।লোর জায়গায় ফ্লিক যে জার্মানির কোচ হতে যাচ্ছেন, গুঞ্জনটা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই।

২০১৪ বিশ্বকাপে মেসির আর্জেন্টিনাকে হারিয়ে জার্মানির বিশ্বকাপ জয়ে লোর সহকারী হিসেবে ছিলেন ফ্লিক। দেড় বছর আগেও বায়ার্নের সহকারী কোচের দায়িত্বে ছিলেন ফ্লিক। এরপর মৌসুমের মাঝপথে নিকো কোভাচের কাছ থেকে কোচের দায়িত্ব নিয়ে ২০২০ সালে বায়ার্নকে তাদের ইতিহাসে দ্বিতীয়ট্রেবলজেতান ফ্লিক।

দুই দিন আগে শেষ হওয়া মৌসুমে বুন্দেসলিগায় বায়ার্নকে টানা নবমবার লিগ জিতিয়েছেন ফ্লিক। সব মিলিয়ে বেভারিয়ান ক্লাবটিকে মোট ৭টি শিরোপা জিতিয়েছেন খেলোয়াড়ি জীবনের বড় একটা অংশ বায়ার্নে কাটানো সাবেক মিডফিল্ডার।

খেলোয়াড় কেনা নিয়ে বায়ার্নের ক্রীড়া পরিচালকের সঙ্গে একমত হতে না পারায় মৌসুম শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ার আগাম ঘোষণা দেন ফ্লিক। বায়ার্ন ফ্লিকের জায়গায় নিয়ে এসেছেন লাইপজিগের কোচ ইউলিয়ান নাগালসমানকে।

আহাদ/ওবায়েদ

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ