প্রকাশিত: মে ২৫, ২০২১, ০৫:৪০ পিএম
মিরপুর
শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার
দ্বিতীয় এক দিনের ম্যাচ
বৃষ্টির জন্য আপাতত বন্ধ
হয়ে গেছে। তবে বৃষ্টিতে ম্যাচ
বাতিল হলেও আজ ওয়ানডে
বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ।
বৃষ্টির
শঙ্কা মাথায় নিয়েই কড়া রোদে শেরেবাংলা
জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়ে মাঠে গড়ায়
ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি
বাধার মুখে আপাতত বন্ধ
হয়ে গেছে খেলা।
আগে
ব্যাট করতে নামা বাংলাদেশ
দলের ইনিংসের যখন ৪১ ওভারের
খেলা শেষ হয়, তখন
বৃষ্টির মাত্রা বেড়ে যায়। এতে
বাধ্য হয়ে খেলা বন্ধ
রাখার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিশিয়ালরা।
বৃষ্টির
আগে টস জিতে ব্যাট
করতে নামা বাংলাদেশ দলের
সংগ্রহ ৭ উইকেট হারিয়ে
১৯৬ রান। মুশফিকুর রহিম
৮৫ ও মোহাম্মদ সাইফউদ্দিন
২ রানে অপরাজিত আছেন।
আহাদ/নূর/এম. জামান