• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ওমিক্রন নিয়ে হাসপাতালে দুই নারী ক্রিকেটার

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ১০:৩৭ পিএম

ওমিক্রন নিয়ে হাসপাতালে দুই নারী ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটারসহ তিনজনকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তিন নারী ক্রিকেটারকে মঙ্গলবার মুগদা কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। আরেকজন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।’

ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, ‘তিনজনই ভালো আছেন। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। শুধু অবজারভেশনে (নজরে) রাখার জন্য তাদের হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে।’

শনিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের শরীরে পাওয়া যায় নতুন ধরনটি। সেদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হলেও তারা সম্পূর্ণ সুস্থ আছেন। আমার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।

এর আগে বিশ্বকাপ বাছাই পর্ব শেষে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় করোনাভাইরাস পজিটিভ হয়েছিলেন। যে কারণে পুরো দলকেই রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়েছিল।

 প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়ায় ৬ ডিসেম্বর পুরো দলকে সংবর্ধনা দেয়ার কথা ছিল বিসিবির। এ উপলক্ষে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন সেদিন সোনারগাঁ হোটেলে এসেছিলেন। কিন্তু দুই ক্রিকেটারের করোনা শনাক্ত হওয়ার খবরে সব অনুষ্ঠান বাতিল করা হয়।

একটি বিশেষ সুত্র জানিয়েছে, ওমিক্রন আক্রান্ত হওয়া দুই ক্রিকেটার হলেন অলরাউন্ডার রুমানা আহমেদ ও স্পিনার নাহিদা আক্তার। তবে বিসিবি এ বিষয়ে কিছু জানায়নি।

জেডআই/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ