প্রকাশিত: মে ২৪, ২০২১, ০৯:৩১ পিএম
২০০৮-এ ইউরো চ্যাম্পিয়ন
হয় স্পেন। এরপর ২০১০-এ
বিশ্ব চ্যাম্পিয়ন হয় প্রথমবারের মতো।
এরপর আবারও ২০১২-তে ইউরো
জয়। এ রকম রেকর্ড
নেই ইউরোপের আর কোনো ক্লাবের।
তখনকার সেই স্পেনে টিমের
প্রায় বেশির ভাগ খেলোয়াড়ই ছিলেন
হয় ফুটবল ক্লাব বার্সেলোনার না হয় রিয়াল
মাদ্রিদের। কিন্তু এবারের আসন্ন ইউরোকে সামনে রেখে দল ঘোষণা
দেয়া হয়েছে স্পেনের; যেখানে রিয়ালের কোনো খেলোয়াড় ছাড়া
ইতিহাসে প্রথমবারের মতো বড় কোনো
টুর্নামেন্ট খেলতে যাবে দলটি। দলে
নেই নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসও।
ক্লাব
রিয়াল মাদ্রিদ থেকে ডাকার মতো
নাকি কাউকেই পাননি দলটির কোচ লুইস এনরিকে।
এর আগে ১৯৫০ বিশ্বকাপেই
সবচেয়ে কম খেলোয়াড় ছিলেন
স্প্যানিশ স্কোয়াডে। সেবার বিশ্বকাপে রিয়াল থেকে মাত্র একজন
খেলোয়াড় সুযোগ পেয়েছিলেন স্পেন দলে। কিন্তু এবারের
ঘটনাটাই স্পেনের ফুটবল ইতিহাসে প্রথমবার।
লুইস
এনরিকে স্পেন দলের দায়িত্ব পেয়েই
চমক দেখিয়েছিলেন। তখনকার ২১ জনের স্কোয়াডে
ডাক মিলেছিল ছয়জন মাদ্রিদ খেলোয়াড়ের।
বার্সেলোনার সাবেক কোচ হলেও জাতীয়
দলের দায়িত্ব পেয়ে দল নির্বাচনে
কোনো রকম বৈষম্য করেননি।
এরই
মধ্যে এনরিকের দল নির্বাচন নিয়ে
শুরু হয়েছে বিতর্কের। এবারের ইউরোতে ২৬ জনকে দলে
ডাকার সুযোগ থাকলেও এনরিকে ২৬ জনের দল
ঘোষণা করেননি। ২৪ জনকে নিয়ে
দল ঘোষণা করেছেন স্প্যানিশ বস। এনরিকে বলেন,
‘আমরা মাত্র ২৪ জনকে ডাকার
সিদ্ধান্ত নিয়েছি কারণ, আমার মনে হয়েছে
সবাই অংশ নিতে পারে,
এটা অনুভব করা দরকার। সাধারণত
আমরা ১৮ বা ১৯
জনকে ব্যবহার করি। আমাদের ক্ষেত্রে
মাত্র একজন খেলোয়াড় বাইরে
থাকবে মানে ম্যাচ স্কোয়াডের
বাইরে।’
নিয়মিত
অধিনায়ক রামোসকে না নেয়ার প্রসঙ্গে
এনরিকে বলেন, ‘এটা পরিষ্কার জানুয়ারির
পর থেকেই ঠিকভাবে খেলার অবস্থায় নেই সে। গতকাল
ওর সঙ্গে কথা হয়েছে আমার।
এটা খুব কঠিন ছিল।
আমার খুব খারাপ লেগেছে
কারণ সে সব সময়
সর্বোচ্চটা দেয়। কিন্তু আমার
মনে হয়েছে দলের জন্য এটাই
সেরা সিদ্ধান্ত।’
রামোসকে না পেলেও তার
শূন্যস্থান পূরণ করার জন্য
লাপোর্তেকে পাচ্ছেন এনরিকে। রামোসের অনুপস্থিতিতে রিয়ালে দারুণ খেললেও নাচো জাতীয় দল
কোচের মন জিততে পারেননি।
স্পেনের
ইউরো পর্ব শুরু হবে
আগামী ১৪ জুন। গ্রুপ
ই-তে সুইডেনের বিপক্ষে
প্রথম ম্যাচ খেলবে স্পেন। গ্রুপের বাকি দুই দল
পোল্যান্ড ও স্লোভাকিয়ার বিপক্ষে
যথাক্রমে ১৯ ও ২৩
জুন খেলবে স্পেন। ইউরোর আগে পর্তুগাল ও
লিথুয়ানিয়ার সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচে
স্কোয়াডের পরীক্ষা নেবেন এনরিকে।
স্পেন
স্কোয়াড:
গোলকিপার
: উনাই সিমন (অ্যাথলেটিক বিলবাও), দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার
ইউনাইটেড), রবার্ট সানচেজ (ব্রাইটন)।
রক্ষণ
: হোসে গায়া (ভ্যালেন্সিয়া), জর্দি আলবা (বার্সেলোনা), পাউ তোরেস (ভিয়ারিয়াল),
এমেরিক লাপোর্তে (ম্যানচেস্টার সিটি), এরিক গার্সিয়া (ম্যানচেস্টার
সিটি), দিয়েগো ইয়োরন্তে (লিডস), আজপিলিকেতা (চেলসি)।
মধ্যমাঠ
: মার্কাস ইয়োরন্তে (আতলেতিকো মাদ্রিদ), সের্হিও বুসকেতস (বার্সেলোনা), রদ্রি (ম্যানচেস্টার সিটি), থিয়াগো (লিভারপুল), কোকে (আতলেতিকো), ফ্যাবিয়ান রুইজ (নাপোলি)।
ফরোয়ার্ড
: দানি ওলমো (লাইপজিগ), মিকেল ওয়ারসাবালা (সোসিয়েদাদ), জেরার্দ মরেনো (ভিয়ারিয়াল), আলভারো মোরাতা (জুভেন্টাস), ফেরান তোরেস (ম্যানচেস্টার সিটি), আদামা ত্রায়োরে (উলভারহ্যাম্পটন), পাবলো সারাবিয়া (পিএসজি)।
আহাদ/এম. জামান