• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে আশাবাদী মাহমুদউল্লাহ

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ১০:১৬ পিএম

অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে আশাবাদী মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক

গেল মাসেই শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত কুড়ি ওভারের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভরাডুবি হয়েছে টাইগারদের। এমনকি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও নাজেহাল হয়েছে লাল সবুজ দল। এই মুহূর্তে দুই টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ডে মুমিনুল হকের দল। তবে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের চিন্তায় পরবর্তী বিশ্বকাপ।

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশাবাদী মাহমুদউল্লাহ। আগামী বছর অক্টোবরে বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে। ধুঁকতে থাকা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ খুব কঠিন। যদিও মাহমুদউল্লাহর ভাবনা একটু অন্যরকম। আশার কথাই শোনালেন তিনি। তার বিশ্বাস, ব্যাটাররা ভালো কিছু করতে পারলে অস্ট্রেলিয়া বিশ্বকাপে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।

মিরপুরে একাডেমি কাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে সংবাদমাধ্যমকে মাহমুদউল্লাহ বলেছেন, ‘টি-টোয়েন্টিতে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আমার কাছে অস্ট্রেলিয়ার কন্ডিশন খুবই ভালো। বাউন্স থাকে, পেস থাকে। আগেও বলেছি আমাদের ব্যাটিং বিভাগকে আরও ভালো করতে হবে। বোলিং ধারাবাহিকভাবে ভালো হচ্ছে। কিছু ছোটখাটো জিনিস আছে, ওগুলো আমরা যদি সামনের সিরিজগুলোতে উন্নতি করতে পারি, তাহলে আমরা (বিশ্বকাপে) ভালো কিছু অর্জন করতে পারব।

টানা ব্যর্থতায় বিশ্বকাপ পর্যন্ত মাহমুদউল্লাহর অধিকায়কত্ব ধরে রাখা কঠিন। যদিও এসব নিয়ে একদমই ভাবছেন না তিনি, ‘অবশ্যই ভালো খেলার পরিকল্পনা করি। সবসময় ইতিবাচক জিনিসগুলো নিয়ে চিন্তা করতে পছন্দ করি। আগেও আমরা ফিরে এসেছি। এবারও পারব ইনশাআল্লাহ।

জেডআই/ডাকুয়া

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ