• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

প্রচণ্ড গরমে স্থগিত হলো প্রমিলা লিগ

প্রকাশিত: মে ২৩, ২০২১, ০২:২০ পিএম

প্রচণ্ড গরমে স্থগিত হলো প্রমিলা লিগ

ক্রীড়া ডেস্ক

গেল কয়েক দিন ধরেই দেশজুড়ে চলছে তাপদাহ। প্রচণ্ড গরমে পুড়ছে জনপদ, মাঠ-ঘাট। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যেই কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের আর্টিফিসিয়াল টার্ফে চলছিল প্রমিলা ফুটবল লিগ। শেষ পর্যন্ত খেলোয়াড়দের সুস্থতার কথা চিন্তা করে আপাতত স্থগিত করা হয়েছে মেয়েদের এই প্রতিযোগিতা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শনিবার (২২ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিগ স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  

বাফুফে জানিয়েছে, চলমান প্রচণ্ড তাপদাহের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী ‘ওমেন্স ফুটবল লিগ ২০২০-২১’-এর খেলাসমূহ ২৩ মে থেকে স্থগিত করা হয়েছে। পরবর্তী খেলাসমূহ নতুন সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। শিগগিরই জানিয়ে দেয়া হবে নতুন সূচি।

এ বিষয়ে বাফুফের কার্যনির্বাহী সদস্য ও নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘প্রচণ্ড গরমের মধ্যে মেয়েদের খেলতে কষ্ট হচ্ছে। তাই আপাতত নারী ফুটবল লিগ স্থগিত করা হয়েছে। তাছাড়া ২৩ মের পর এমনিতেই সূচিতে বিরতি ছিল।’ 

তিনি বলেন, ‘কমলাপুরে ফ্লাডলাইট সমস্যা আছে তাই সেখানে রাতে খেলা সম্ভব না। এই মুহূর্তে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা নেই। জাতীয় দল অনুশীলন করে সকালে। তাই বিকেলে ও রাতে দুইটি করে ম্যাচ আয়োজন করা যায় কিনা তা নিয়ে ভাবছি।’  

জেডআই/এএমকে

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ