• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

লা লিগার শিরোপা আতলেতিকোর ঘরে

প্রকাশিত: মে ২৩, ২০২১, ০১:৩৮ এএম

লা লিগার শিরোপা আতলেতিকোর ঘরে

ক্রীড়া ডেস্ক

২০১৪ সালে শেষ লা লিগার শিরোপা নিজেদের ঘরে নিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। এর মধ্যে কেটে গেছে দীর্ঘ সাত বছর। শিরোপা বঞ্চিত হলেও কখনও নিজেদের মনোবল হারায়নি ডিয়েগো সিমিওনের শীর্ষরা। শেষ পর্যন্ত খরা কাটেয়ি লা লিগার শিরোপা নিজেদের ঘরে তুলেছে মাদ্রিদ শহরের দলটি।

নাটকীয়তায় ভরা ছিল চলতি বছরে লা লিগা টুর্নামেন্ট। শেষ রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো হয়েছে একই সময়ে। যেখানে পয়েন্ট টেবিলের সবার ওপরে থাকা আতলেতিকো মাদ্রিদ নামে রিয়াল ভায়োদোলিদের মাঠে। অন্যদিকে নিজেদের মাঠে নামে দ্বিতীয়তে থাকা রিয়াল মাদ্রিদ। যেখানে তাদের প্রতিপক্ষ ভিলারিয়াল।

খেলার মাঠে নামার আগেই সমীকরণ ছিল অনেকটা সোজা। যেখানে ড্র করলেই শিরোপা যাবে আতলেতিকোর ঘরে। তবে জয়ের পাশাপাশি সিমিওনের শীর্ষদের দিকে তাকিয়ে থাকতে হতো দলটিকে। শুধুমাত্র হারলেই শিরোপা যেত রিয়ালের ঘরে।

রিয়াল ভায়োদোলিদের মাঠে খেলার শুরুতেই হোঁচট খায় আতলেতিকো। নিজেদের জালে গোল জড়ান অস্কার প্লানো। হয়ত এ গোলের খবর শুনে আনন্দে ভাসছিল রিয়ালের সার্জিও রামোস। তবে নিজেদের আনন্দে ভাটা পড়ে যখন গোল হজম করে রিয়াল।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে আতেলিতোকে সমতায় ফেরান আনহেল কোররেয়ার। এর দশ মিনিট বাদেই ভায়োদোলিদের জালে বল জড়ান বার্সোলনা থেকে সদ্য আসা লুইস সুয়ারেস। আর এতেই ২-১ গোলের ব্যবধানে জিতে আতলেতিকো মাদ্রিদ। অন্যদিকে ৫ মিনিটের ব্যবধানে দুই গোল করে জয়ী হয়েছে রিয়াল। তবে এ জয়ে শিরোপা জিততে পারেনি জিদানের শীর্ষরা।

৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে মৌসুম শেষ করল সিমিওনের দল। সমান ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। অন্যদিকে ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দিয়ে মৌসুম শেষ করল মেসির বার্সোলনা।

এএএম
আর্কাইভ