• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

আমাদের সুযোগগুলো মিস হয়ে যাচ্ছে : মাহমুদউল্লাহ

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ১২:৫৮ এএম

আমাদের সুযোগগুলো মিস হয়ে যাচ্ছে : মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠেও বাংলাদেশ দলের ব্যর্থতা অব্যাহত রয়েছে। টাইগারদের বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টি জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। হারের পর স্বাগতিক দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বললেন আমাদের ব্যাটিং ভালো হয়নি।

শনিবার (২০ নভেম্বর) ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, আমাদের ইনিংসের শুরুটা ভালো হয়নি। কিন্তু শান্ত ও আফিফ ভালো ব্যাটিং করেছে। আমি এবং শান্ত একটা পার্টনারশিপ করার চেষ্টা করছিলাম কিন্তু শেষ কয়েক ওভারে পুঁজি করতে পারিনি।

তিনি আরও বলেন, আমার মনে হয় আমাদের মতো দলের একটা সেট ব্যাটার দরকার ১৫তম ওভার পর্যন্ত, আমরা সেটা করতে পারিনি। সবাই ভালো ব্যাটিং, ফিল্ডিং, ক্যাচ নেয়াও অনেক চেষ্টা করছে। কিন্তু আমাদের সুযোগগুলো মিস হয়ে যাচ্ছে। আমি মনে করি, গত পাঁচ-ছয় মাস, আমাদের বোলিং ইউনিট অসামান্য অবদান রাখছে। ব্যাটিং ইউনিটিতে আমাদের আরও ভালো করতে হবে।

জেডআই/এএমকে

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ