• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

নতুন ক্রিকেট দল কিনলেন শাহরুখ খান

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ১১:১১ পিএম

নতুন ক্রিকেট দল কিনলেন শাহরুখ খান

ক্রীড়া ডেস্ক

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের আরও একটি দল কিনলেন বলিউড বাদশা শাহরুখ খান। সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ক্রিকেট বোর্ড আয়োজিত এমিরেটস টি-টোয়েন্টি লিগের দল কিনেছেন তিনি। শাহরুখের পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্সের মালকিন নীতা অম্বানিও একটি দল কিনতে যাচ্ছেন।

ইতোমধ্যেই শাহরুখ খান আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ (সিপিএল) ফ্র্যাঞ্চাইজি ট্রিনবাগো নাইট রাইডার্সের মালিক।

জানা গেছে, শাহরুখ খান ও নীতা অম্বানি, দুজনেই এমিরেটস টি-টোয়েন্টি লিগে দল কিনতে যাচ্ছেন। এই দুই তারকা ছাড়াও দিল্লি ক‍্যাপিটালসের কিরণ কুমার গান্ধী এবং ফাইনান্সিয়াল সার্ভিসেস কোম্পানি ক‍্যাপ্রি গ্লোবালও দল কিনেছে এমিরেটস টি-টোয়ন্টি লিগে। শোনা যাচ্ছে, চেন্নাই সুপার কিংসও দল কেনার চিন্তা ভাবনা করছে।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি ক‍্যারিবিয়ান ক্রিকেট লিগেও খেলে শাহরুখের দল ট্রিনবাগো নাইট রাইডার্স। ক্রিকেট বিশ্বে যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে দুবাই তাতে এই টুর্নামেন্টেরও ভবিষ‍্যতে সফলতাই দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। তাই বলা যায়, ঠিক জায়গাতেই হাত দিয়েছেন শাহরুখ ও মুকেশ-পত্নি।

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, আইপিএলে একটি ক্রিকেট দল কিনতে চলেছেন রণবীর-দীপিকা। বিসিসিআই ইতোমধ‍্যেই ঘোষণা করেছে ২০২২ সালে আইপিএলে আরও দুটি দল বাড়তে চলেছে। শোনা যাচ্ছে তাদের মধ্যে একটি দল কেনার ইচ্ছা রয়েছে এই তারকা জুটির।

আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে হবে এমিরেটস টি-টোয়েন্টি লিগ। ৬ দলীয় এই ক্রিকেট যুদ্ধের ঘোষণা গত অগাস্টে করে দিয়েছিল ইসিবি। এই ফ্র্য়াঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে কোনো একটি দলে সর্বোচ্চ আন্তর্জাতিক খেলোয়াড়দের রাখা যাবে। মনে করা হচ্ছে যে, বিশ্বের তাবড় ক্রিকেটাররাই শামিল হচ্ছেন কুড়ি ওভারের ব্যাট-বলের যুদ্ধে। এখন দেখার বিষয় কোন কোন ফ্র্য়াঞ্চাইজি এই লড়াইয়ে অংশ নেয়।

জেডআই/এএমকে

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ