• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

পেসার রুবেল অসুস্থ হয়ে হাসপাতালে

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ০৫:০০ পিএম

পেসার রুবেল অসুস্থ হয়ে হাসপাতালে

ক্রীড়া ডেস্ক

পেসার রুবেল হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সহধর্মিনী দোলা হোসেন ফেসবুকের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

দোলা হোসেন ফেসবুকে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। তিনি (রুবেল) গতকাল রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি হসপিটালে (হাসপাতালে) ভর্তি। সবাই তার জন্য দোয়া করবেন... মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন। আমিন।’

চলতি বছরের মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ড সফরে সবশেষ খেলেছিলেন ডানহাতি পেসার রুবেল হোসেন। এরপর নামা হয়নি ঘরের মাঠে খেলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে। এমনকি শেষ দিকে বিশ্বকাপ স্কোয়াডে ঢুকেও কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি।

আর এখন বাদই পড়ে গেছেন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে। স্বাভাবিকভাবেই হতাশা জেকে বসার কথা রুবেলের। পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণার দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হতাশা প্রকাশও করেছিলেন তিনি।

রুবেলের সময়টাই চলছে বেশ খারাপ। দল থেকে জায়গা হারানোর পর শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বুধবার (১৭ নভেম্বর) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে এ তারকা পেসারকে।

জানা গেছে, ইনফেকশনজনিত কারণে বুধবার রাতে হাসপাতালে নেয়া হয় রুবেলকে। তবে তার অবস্থা এখন ভালোর দিকে। 

শামীম/এএমকে

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ