• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

হঠাৎ বিদ্যুৎ বিড়ম্বনায় বঙ্গবন্ধু স্টেডিয়াম

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০২:৪২ এএম

হঠাৎ বিদ্যুৎ বিড়ম্বনায় বঙ্গবন্ধু স্টেডিয়াম

ক্রীড়া ডেস্ক

দেশের ক্রীড়াঙ্গনের অভিজাত এলাকা বলতে বোঝায় বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকা। কারণ এই স্টেডিয়ামের আশেপাশে রয়েছে অনেকগুলো ফেডারেশনের কার্যালয়। রয়েছে বেশ কয়েকটি স্টেডিয়ামও। কিন্তু গুরুত্বপূর্ণ সেই এলাকা দুই দিন ধরে রয়েছে অন্ধকারে। বিদ্যুৎবিহীন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে বিদ্যুৎ বিড়ম্বনায় পড়ে স্টেডিয়াম এলাকা। শুক্রবার (৫ নভেম্বর) বিকেল পর্যন্ত এক নাগাড়ে বিদ্যুৎ ছিল না স্টেডিয়াম অঞ্চলে। বিকেলের দিকে স্টেডিয়ামে আংশিক বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এখনও কিছু অংশ বিদ্যুৎহীন রয়েছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রশাসক মোবারক করিম লিটন বলেন, ‘গতকাল হঠাৎ একটি লাইনে শট সার্কিট হয়। কিছু অংশ পুড়ে যায়। এরপর থেকে সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। আজ সকাল থেকে কাজ চলছে। আজ রাত নাগাদ অথবা কাল সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।

শুক্রবার ছুটির দিন স্টেডিয়াম মার্কেটের অধিকাংশ দোকানপাট, ফেডারেশনের অফিসও বন্ধ। ছুটির দিনে রোলার স্কেটিং, হ্যান্ডবল ও সাঁতার কাটতে আসেন অনেক বাচ্চারা। বিদ্যুৎ না থাকায় তারা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় ক্রীড়া সাংবাদিকদের তিনটি সমিতি। বিদ্যুৎ সংযোগ নিরবচ্ছিন্ন না হওয়ায় সাংবাদিকরাও বিড়ম্বনায় পড়েছেন।

বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় সাধারণত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকে। বিদ্যুৎ গেলেও তাৎক্ষণিক বা আধা ঘণ্টার মধ্যেই চলে আসে। 


জেডআই/ডাকুয়া

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ