• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

নামিবিয়ার সামনে পাকিস্তানের রানের পাহাড়

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৪:০১ এএম

নামিবিয়ার সামনে পাকিস্তানের রানের পাহাড়

ক্রীড়া ডেস্ক

টানা তিন জয়ের পর নিজেদের চতুর্থ ম্যাচেও হাত গুটিয়ে নেই পাকিস্তান। নামিবিয়ার সামনে গড়ে তুলেছে রানের পাহাড়। দিনও জ্বলে উঠেছে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের ব্যাট। তাদের জুটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রান সংগ্রহ করে পাকিস্তান।

মঙ্গলবার ( অক্টোবর) নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের চতুর্থ ম্যাচে খেলতে নামে পাকিস্তান। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্থর গতিতে হলেও শেষটা উজ্জ্বল হয়েছে পাকিস্তান। প্রথম ১০ ওভারে মাত্র ৫৯ রান করে দুই ওপেনার বাবরও রিজওয়ান। তবে শেষ ১০ ওভারে উইকেট হারিয়ে ১৩০ রান নেয় তারা।

ওপেনিংয়ে ৮৬ বল খেলে ১১৩ রানের জুটি গড়েন তারা। ১৫তম ওভারে এসে এই জুটিটি ভাঙেন ডেভিড ওয়াইজ। তুলে মারতে গিয়ে বাবর ধরা পড়েন ডিপমিডউইকেটে। ৪৯ বলে ৭০ রানের ইনিংস খেলেন তিনি।

পরের ওভারেই আরও এক উইকেট তুলে নেয় নামিবিয়া। জ্যান ফ্রাইলিংকের বলে ফাখর জামান ব্যাট ছুইঁয়ে দিলে বল ছুটে যাচ্ছিল উইকেটরক্ষকের পাশ দিয়ে, এক হাতে দুর্দান্ত এক ক্যাচ নেন নামিবিয়ান উইকেটরক্ষক জ্যান গ্রিন।

এরপর মোাহাম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে মাত্র ২৬ বলে ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান। মাত্র ১৬ বল খেলার সুযোগ পেয়ে ৫টি চারের সাহায্যে ৩২ রান করেন হাফিজ।

ইনিংসের শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪২ বলে ফিফটি পূর্ণ করেন মোহাম্মদ রিজওয়ান। ইনিংসের শেষ ওভারে রীতিমতো তাণ্ডব চালান তিনি। ওই ওভারে ৪টি চার, এক ছক্কা আর এক ডাবল মিলে ২৪ রান আদায় করে নেন। তার ৫০ বলের অপরাজিত ৭৯ রানের ঝকঝকে ইনিংসের সুবাদে উইকেটে ১৮৯ রানের পাহাড় গড়ে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভার, ১৮৯/ রান (মোহাম্মদ রিজওয়ান ৭৯*, বাবর আজম ৭০, মোহাম্মদ হাফিজ ৩২*, ফখর জামান )

আর্কাইভ