প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০৪:৪৪ পিএম
প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে
ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয় লিগের
শেষ চার ম্যাচে জয়হীন
থাকা রেড ডেভিলসদের দারুণ
উজ্জীবিত করেছে।
শনিবার
(৩০ অক্টোবর) দিবাগত রাতে টটেনহ্যাম হটস্পারের
মাঠে ৩-০ গোল
ব্যবধানে জয় পায় ইউনাইটেড।
শুরুতে গোল করে দলকে
এগিয়ে নেন রোনালদো। পরে
দারুণ এসিস্টে গোল করান কাভানিকে
দিয়ে। শেষে ব্যবধান বাড়িয়ে
জয় নিশ্চিত করেন মার্কাস রাশফোর্ড।
প্রতিপক্ষের
দারুণ কিছু আক্রমণে তটস্থ
করে রেখেছিল টটেনহ্যামের রক্ষণভাগ। ৪১ শতাংশ বল
দখলে ৬টি শট নেন
ম্যান ইউ, লক্ষ্যে থাকে
৪টি, গোল আসে তিনটিতেই।
বিপরীতে ৫৮ শতাংশ বল
দখলেও গোলের লক্ষ্যে একটি শটও নিতে
পারেনি স্বাগতিকরা।
গত
রোববার ঘরের মাঠে সালাহ-মানেদের লিভারপুলের কাছে বিধ্বস্ত হয়েছিল
রোনালদোর দল। ৫-০
গোল ব্যবধানের এমন হারে শঙ্কায়
পড়েছিল কোচ ওলে গুনার
শুলসারের ভবিষ্যতও।
নূর/ডাকুয়া