প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০১:৩৮ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার
টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে ১৪৩ রানের চ্যালেঞ্জ ছুড়ে
দিয়েছে শ্রীলঙ্কা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ধুঁকতে থাকা প্রোটিয়াদের বিপক্ষে
দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
শনিবার (৩০ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজা স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে দক্ষিণ আফ্রিকা। দলীয় ১১২ রানের মাথায় ৬ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
হাসারাঙ্গা ১৬ তম ওভারের শেষ বলে আউট করেন উইকেটে সেট হয়ে যাওয়া এইডেন মার্করামকে। এরপর আবার ১৮তম ওভারে তাকে বোলিংয়ে আনেন শ্রীলঙ্কান অধিনায়ক। এই ওভারের প্রথম দুই বলেই তিনি তুলে নেন বাভুমা ও প্রেডোরিয়াসের উইকেট। তাতেই এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকম্যান বনে যান হাসারাঙ্গা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। নেদারল্যান্ডের বিপক্ষে চলতি বিশ্বকাপের প্রথম রাউন্ডে হ্যাটট্রিক তুলে নেন আয়ারল্যান্ডের পেসার কুর্টিস ক্যাম্ফার। ২০০৭ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। সেটিই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক।
জেডআই/এম. জামান