• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

চোটের কারণে ছিটকে পড়েছেন সাইফুদ্দিন, স্কোয়াডে রুবেল হোসেন

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৮:৩৩ এএম

চোটের কারণে ছিটকে পড়েছেন সাইফুদ্দিন, স্কোয়াডে রুবেল হোসেন

ক্রীড়া ডেস্ক

আবারও মাথাচারা দিয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের পিঠের পুরনো ব্যথা। ফলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচসহ বিশ্বকাপ মিশন অনিশ্চিত হয়ে গেছে তার। সাইফুদ্দিনের বদলি হিসেবে স্কোয়াডে নতুন করে যুক্ত হয়েছেন ডানহাতি পেসার রুবেল হোসেন। 

প্রথম পর্বের বাধা পেরিয়ে সুপার টুয়েলভ পর্বে ইতোমধ্যে প্রথম ম্যাচ খেলেছে টাইগাররা। ক্যাচ মিসের খেসারত হিসেবে ১৭১ রান করেও ম্যাচ হেরেছে রিয়াদ-সাকিবরা। আর সেই ম্যাচ শেষেই পুরানো ইঞ্জুরিতে আক্রান্ত হয়েছেন  অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।

বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল চারটায় মুলপর্বের দ্বিতীয় ম্যাচে আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচে মাঠে নামার আগে সাইফুদ্দিনের বদলি হিসেবে দলে যুক্ত করা হয়েছে রুবেল হোসেনকে।

এর আগে সাইফুদ্দিনের বদলি হিসেবে রুবেল হোসেনকে দলে যুক্ত করার জন্য বিসিবির পক্ষ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করা হয়। রুবেলকে একাদশে যুক্ত করার আবেদন মঞ্জুর করেছে কমিটি। ফলে এতদিন মূল একাদশে রুবেল হোসেনকে খেলানোর বাধা থাকলেও ১৫ সদস্যের মূল স্কোয়াডে যুক্ত হওয়ায় সেই বাধা এখন কেটে গেল।

বাংলাদেশ দলের ১৫ সদস্যের ঘোষিত স্কোয়াডে প্রথমে ছিলেন না রুবেল হোসেন। স্ট্যান্ডবাই হিসেবে এই পেসারকে দলের সাথে রাখা হয়েছিল। মূলত বিশ্বকাপে কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে বিকল্প হিসেবে তাকে দলে নেয়া হবে এই শর্তেই রাখা হয়েছিল রুবেল হোসেনকে। ১৫ জনের মূল স্কোয়াডের বাইরে একমাত্র ক্রিকেটার হিসেবেও বাংলাদেশ দলে ছিলেন ডানহাতি এই পেসার।

এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে রুবেল হোসেন খেলেছেন ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে ২৭ ইনিংসে বল করে নিয়েছেন ২৮টি উইকেট। ৩২.৫৭ গড়ে বোলিং করা রুবেল হোসেনের সেরা বোলিং ফিগার ৩১ রানের বিনিময়ে উইকেট। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে মোহাম্মদ সাইফুদ্দিন ম্যাচে ৫টি উইকেট নিয়েছেন। ২১ রানে উইকেট তার সেরা বোলিং ফিগার। ২১ গড়ে বোলিং করা সাইফুদ্দিনের এবারের বিশ্বকাপের গড় ৭।

এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, নাইম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শামিম পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, এবং শরিফুল ইসলাম।

 

ইফাত

আর্কাইভ