প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৭:০৩ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছে বাংলাদেশ দল।
সহজ জয়ের ম্যাচে হার
ও সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের কিছু বক্ত্যব্যে সামাজিক
যোগাযোগ মাধ্যমে চলছেও আলোচনার ঝড়। আবারও সরব
সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে এবার কোনও
সমালোচনা নয়। ভাইরাল হয়েছে
ক্রিকেটারদের নামাজের দৃশ্যের একটি ছবি।
মঙ্গলবার
(২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নামাজের ছবিটি পোস্ট করেন দেশের সেরা
পেসার মুস্তাফিজুর রহমান। ক্যাপশনে মুস্তাফিজ লিখেছেন, নামাজ নিয়ে কোনো অজুহাত
নয়।
ছবিতে
দেখা যায়, সবুজ ঘাসের
ওপর চাদর বিছিয়ে আদায়
করা হচ্ছে নামাজ। ইমামতি করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর তাকে অনুসরণ
করছেন সাকিব, মুশফিক, রুবেল মুস্তাফিজসহ বাংলাদেশের ক্রিকেটাররা।
মোস্তাফিজের
আপলোডের পর দ্রুততার সহিত
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিটি। আর
ছবিটি দেখার পর দর্শকেদের মন
থেকেও যেনো হারিয়ে যায়
এতদিনের মান-অভিমান।
ছবিটি
শেয়ার দিয়ে নাসির নামের
একজন লিখেন, ’ভুলে গেলাম সব
মান অভিমান এটা দেখার পর।
ইনশাআল্লাহ সকল ভুল শুধরে
কালকে মাঠে নামবে টাইগাররা।’
ইসরাত
জাহান অন্তি নামের একজন ছবিটি শেয়ার
দিয়ে লিখেন, ’পৃথিবীর সবচেয়ে শান্তিময় স্থান হলো সিজদাহ্ যেখানে
মৃত্যু হলে জান্নাত সুনিশ্চিত।’
মাহমুদুল
হক জালীস নামের একজন লিখেন, ’এ
রকম দৃশ্য দেখলে অন্তরটা জুড়িয়ে যায়। আপনাদের জন্য
অনেক অনেক দোয়া।’
শুধু
বাংলাদেশিরা নয়, ছবিটি শেয়ার
করেছেন পাকিস্তানের দর্শকেরাও। উসমান জামিল নামের এক পাকিস্তান নাগরিক
রিটুইটে লিখেন, ’এটাই আসল সৌন্দর্য।
পাকিস্তান ও বাংলাদেশ যেনো
দুই ভাই।’
আগামীকাল
বুধবার (২৭ অক্টোবর) বিশ্বকাপে
সেমিতে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে ইংল্যান্ডের
বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ সময় বিকেল চারটায়
আবুধাবিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এর আগে
মুলপর্বের প্রথম ম্যাচে ৫ উইকেটে শ্রীলংকার
কাছে হেরেছিল বাংলাদেশ।
ইফাত