• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কাঁদলেন মাহমুদউল্লাহ

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ১২:৩২ এএম

কাঁদলেন মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজতেই আবেগ তাড়িত হয়ে পড়লেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। এ সময় টিভি পর্দায় তাকে কাঁদতে দেখা গেছে।

এবারের বিশ্বকাপে যাত্রাটা শুভ হয়নি বাংলাদেশের। স্কটল্যান্ডের কাছে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল টাইগাররা। তারপরই লাল সবুজ দলকে ঘিরে শুরু হয় সমালোচনা। দলের সিনিয়র খেলোয়াড়দের সমালোচনা করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

পরে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে টাইগাররা। তারপর সংবাদ সম্মেলনে আবেগী হয়ে মাহমুদউল্লাহ বলেছিলেন, তারাও মানুষ, তাদের যেন ছোট করা না হয়।

পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পাল্টা জবাব দিয়েছিলেন তার মন্তব্যের। সব মিলিয়ে কিছুটা হলেও অস্বস্তির মধ্যে দিয়েই কাটছে রিয়াদের সময়। তারই যেন বহিঃপ্রকাশ দেখা গেল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে।

জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আবেগী হয়ে পড়লেন তিনি; কাঁদলেন, চোখের পানি ঝরালেন! তার চোখ মোছার দৃশ্য ধরা পড়ল টিভি ক্যামেরায়।

শুরুটা বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষের পর। যেখানে হারের ধাক্কা সামলে ওঠার আগেই পাপন সমালোচনায় মুখর হলেন। একাদশ গড়া থেকে শুরু করে বরাবরের মতো চাঁছাছোলা কথায় তিরবিদ্ধ করেন জাতীয় দলের ক্রিকেটারদের। ব্যাপারটা ঠিক ভালো লাগেনি রিয়াদের। রক্ত-মাংসের মানুষ যে তিনি, সেটা মনে করিয়ে দেন।

ব্যাপারটা এখানেই শেষ হতে পারত। কিন্তু থামেননি নাজমুল হাসান পাপন, রিয়াদদের মনে করিয়ে দেন, ‘ক্রিকেটাররা মানুষ, বিসিবিতে যারা আছে, তারাও মা‌নুষ!সভাপতির পাল্টা বক্তব্যে যে মনে দুঃখ জমা হয়েছে রিয়াদের, সেটিই কি স্পষ্ট হলো?

জেডআই/ডাকুয়া

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ