• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

আমাকে ফাঁসানো হচ্ছে : হাইকোর্টে শাহরুখপুত্র

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৭:২১ পিএম

আমাকে ফাঁসানো হচ্ছে : হাইকোর্টে শাহরুখপুত্র

ক্রীড়া ডেস্ক

প্রমোদতরীর পার্টি থেকে গ্রেফতার হওয়া বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের এখনও জামিন মেলেনি। ২০ দিন ধরে মুম্বাইয়ের আর্থার রোডের জেলে কাটছে তার বন্দিজীবন। একাধিকবার জামিন আবেদন খারিজ হওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শাহরুখপুত্র। সেখানে ২৬ অক্টোবর তার জামিনের শুনানি হওয়ার কথা।

আরিয়ানের দাবি, তাকে ফাঁসানো হচ্ছে। হোয়াটসঅ্যাপ চ্যাটের ভুল ব্যাখ্যা করছে ভারতের জাতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। জামিনের জন্য আবেদন করে হাইকোর্টকে এমনই বললেন শাহরুখপুত্র আরিয়ান খান।

আরিয়ানের মতে, তার হোয়াটসঅ্যাপে কথোপকথনকে ভুল এবং অন্যায়ভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রমোদতরীর পার্টিতে তার কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি বলেও জানিয়েছেন আরিয়ান। এখন পর্যন্ত মাদককাণ্ডে মোট ২০ জনকে গ্রেফতার করেছে এনসিবি। আরিয়ানের দাবি, তাদের মধ্যে আরবাজ শেঠ মার্চেন্ট ছাড়া আর কারও সঙ্গেই তার পরিচয় নেই। যে কথোপকথনের ওপর ভিত্তি করে এনসিবি তদন্ত এগোচ্ছে, তার সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্রের যোগসূত্র নেই বলেও দাবি করেছেন তিনি।

প্রভাবশালী হওয়ায় জামিন পেলে তথ্যপ্রমাণ নয়ছয় করতে পারেন তিনিজামিনের আবেদন খারিজ করার সময় একাধিকবার এই যুক্তি দেখানো হয়েছিল বিশেষ আদালতে। আরিয়ানের পাল্টা যুক্তি, আইনত আগে থেকেই ধরে নেওয়া যায় না যে একজন ব্যক্তি প্রভাবশালী হলেই তিনি তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টা করবেন।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার সঙ্গে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান। ২০ দিন ধরে মুম্বাইয়ের আর্থার রোড জেল শাহরুখপুত্রের ঠিকানা। মঙ্গলবার কি জামিন পাবেন তিনি?

জেডআই/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ