• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

দেশেই কাতারের তাপমাত্রা অনুভব ফুটবলারদের

প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৮:৫৮ পিএম

দেশেই কাতারের তাপমাত্রা অনুভব ফুটবলারদের

ক্রীড়া ডেস্ক

ক্রমেই বাড়ছে দেশের তাপমাত্রা। হাপিত্যেশ অবস্থায় সাধারণ মানুষ। গত ২৬ এপ্রিল দেশের তাপদাহের রেকর্ড সর্বোচ্চ ৪০ দশমিক ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। সেদিন গত ২৬ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা অনুভব করল ঢাকাবাসী। এর আগে সবশেষ ১৯৯৫ সালে ঢাকার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।

বর্তমানে দেশে প্রতিদিনই তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। সাধারণ মানুষ যেখানে টিকে থাকতে হিমশিম খাচ্ছে, সেখানে জাতীয় দলের ফুটবলাররা বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখছেন। সামনে কাতার সফর, সেখানকার আবহাওয়া বাংলাদেশের চেয়ে একেবারেই ভিন্ন।

সাধারণত ৩০ থেকে ৫০ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করে মধ্যপ্রাচ্যের তাপমাত্রা। তবে এই অসহনীয় গরমে নিজেদের মানিয়ে নেয়ায় ব্যস্ত জীবন-সাদরা। জাতীয় দলের স্ট্রাইকার মাহবুবুর রহমান সুফিল বলেন, মধ্যপ্রাচ্য সফরের আগে এই পরিবেশে মানিয়ে নিতে পারলে তা নিজেদের জন্যই ভালো।

আগামী জুন কাতারে আফগানিস্তানের বিপক্ষে ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচ খেলবে বেঙ্গল টাইগাররা। ধারণা করা হচ্ছে, সেই সময়টায় দেশটিতে ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। জুন ভারত এবং ১৫ জুন সফরকারীদের প্রতিপক্ষ ওমান।

ফুটবল পিচে শক্ত প্রতিপক্ষ আর কঠিন পরিবেশের বিপরীতে কোনটাকে বেশি গুরুত্ব দেবে দল, এমন প্রশ্নে বেশ হাস্যোজ্জ্বল স্ট্রাইকার সুফিল জানান, আমরা বেশ চাপে থাকব, এটা ঠিক। কিন্তু কাতারে তো আমরা এর আগেও গিয়েছিলাম। তাই সেখানকার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো খুব একটা কঠিন হবে না। আর প্রতিপক্ষের সঙ্গে আগেও খেলেছি। তাদের সম্পর্কে ধারণাও আছে।

তবে ভিন্নভাবে চিন্তা করছেন জাতীয় দলের ডিফেন্সিভ মিডফিল্ডার মানিক হোসেন মোল্লা। তার চিন্তা শুধুই ম্যাচ নিয়ে। মূল একাদশে থেকে কিংবা বদলি হিসেবে নেমে, নিজের সেরা পারফরম্যান্স দিয়ে দলের সাফল্যে অবদান রাখার দৃঢ় প্রত্যয় তার।

সোমবার (১৭ মে) থেকে শুরু হওয়ায় অনুশীলন চলবে আরো পাঁচ দিন। প্রতিদিন সকাল ১০টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে বেঙ্গল টাইগাররা। আগামী শনিবার (২২ মে) দেশ ছাড়ার কথা রয়েছে তাদের।

হাসিব/সিআর/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ