• ঢাকা বুধবার
    ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

পর্দায় বিশ্বকাপ মাতাবেন তারা চারজন

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ১১:৪৮ পিএম

পর্দায় বিশ্বকাপ মাতাবেন তারা চারজন

ক্রীড়া ডেস্ক

শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রস্তুত বাইশ গজের লড়াইয়ে নামতে সাকিব, মাহমুদউল্লাহরা। তাদের খেলা নিয়ে মাঠের বাইরে পর্দা কাঁপাবেন চার জনপ্রিয় উপস্থাপক, মডেল ও অভিনেত্রী। তারা হলেন- আজরা মাহমুদ, শ্রাবণ্য তৌহিদা, নীল হুরেজাহান, মৌসুমী মৌ। প্রথমবারের মতো ক্রিকেট নিয়ে একটি শো উপস্থাপনায় দেখা যাবে তাদের।

রোববার (১৭ অক্টোবর) থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে শুরু হচ্ছে জিটিভির নতুন এই শো। যার নাম ক্রিকেট এক্সট্রা। বিশ্বকাপের ম্যাচ শুরুর পরে প্রচারিত হবে শোটি। যেখানে একটু ভিন্নভাবেই দেখা যাবে তাদের।

এই শো প্রসঙ্গে শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘ক্রিকেটের অনুষ্ঠান উপস্থাপনা করতে আমার সব সময়ই ভালো লাগে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শোটি করছি ভেবে আনন্দ লাগছে। খেলার শেষে পোস্ট ম্যাচ শো হবে এটি।

মৌসুমী মৌ বলেন, ‘খেলা চলাকালীন প্রতিদিনই এই শোটি হবে। যেখানে আমরা মোট চারজন উপস্থাপনা করব। আমরা প্রত্যেকেই চেষ্টা করব শোটির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের বাড়তি আনন্দ দিতে।

নীল হুরেজাহান বলেন, ‘আমি উপস্থাপনা করতে সব সময়ই পছন্দ করি, আর সেটা যদি হয় খেলাধুলার তাহলে আরও বেশি ভালো লাগে। বাংলাদেশ দল যত বেশি ভালো করবে আমরা তত বেশি এনজয় করব এই শো।’ 

জেডআই/এম. জামান

আর্কাইভ