• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

পেরুর পেনাল্টি মিস, আর্জেন্টিনার জয়

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৯:২২ এএম

পেরুর পেনাল্টি মিস, আর্জেন্টিনার জয়

ক্রীড়া ডেস্ক

পেনাল্টি পেয়েও সেই সুবিধা কাজে লাগাতে পারল না পেরু। ফলে লাওতারো মার্টিনেজের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা। শুক্রবার (১৫ অক্টোবর) ভোরে ল্যাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল।

ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলের লিড নিয়েছিল আর্জেন্টিনা। ৪২তম মিনিটে নাহুয়েল মলিনার পাসে গোল করেন স্ট্রাইকার মার্টিনেজ। বিরতির পর কিছুটা ধার কমে যায় আর্জেন্টিনার আক্রমণের। সেই সুযোগে ম্যাচের ৬২তম মিনিটে পেনাল্টিও পেয়ে যায় পেরু। তবে পেরু সেই পেনাল্টি থেকে গোল আদায় করতে ব্যর্থ হয়।

পেরুর অভিজ্ঞ তারকা ওশিমার ওতুনের নেওয়া পেনাল্টি শট গোলবারে লেগে বাইরে চলে যায়। ম্যাচের ৮৮তম মিনিটে হেডে পেরুর জালে বল পাঠিয়েছিলেন আজেন্টাইন তারকা গুইদে রদ্রিগেজ। তবে হেড নেওয়ার সময় পেরুর এক ডিফেন্ডারের গায়ে হালকা ধাক্কা লাগায় ফাউলের বাঁশি বাজান রেফারি।

ম্যাচের বাকি সময় বেশ কিছু আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ফলে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লিওনেল স্কলানির শিষ্যদের।

১১ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে তালিকার দুইয়ে আছে আর্জেন্টিনা। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে পেরু। তাদের বিশ্বকাপ খেলার স্বপ্ন ক্ষীণ হচ্ছে ধীরে ধীরে।

জেডআই/এএমকে

আর্কাইভ