• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

নাজুক অবস্থায় চট্টগ্রামে দেশসেরা ১১ ক্রিকেটারের ভাস্কর্য

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০৩:০৭ পিএম

নাজুক অবস্থায় চট্টগ্রামে দেশসেরা ১১ ক্রিকেটারের ভাস্কর্য

ক্রীড়া ডেস্ক

অযত্ন ও অবহেলায় চট্টগ্রামে দেশসেরা ১১ ক্রিকেটারের ভাস্কর্য বিবর্ণ। রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে সবকটিই ভেঙেচুরে একাকার। ১০ বছর আগে বিশ্বকাপ ক্রিকেটের সময় সৌন্দর্যবর্ধনের জন্য স্থাপন করা হয়েছিল এসব ভাস্কর্য। সৌন্দর্যবর্ধনের পরিবর্তে এসব এখন উল্টো দৃষ্টিকটু। কদিন পর আরেক বিশ্বকাপ, এখন অন্তত ভাস্কর্যটি সংস্কারের দাবি ক্রিকেটপ্রেমীদের।

২০১১ সালে বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে চট্টগ্রাম বন্দরসংলগ্ন নিমতলা মোড়ে স্থাপিত হয়েছিল ১১ ক্রিকেটারের ভাস্কর্যটি। এরই মধ্যে একজনের ভাস্কর্য উধাও। বাকি ১০ জনের কারও ভাঙা হাত, কারও বা ভাঙা ব্যাট, কারও পা নাই হয়ে গেছে। প্রতিটি ভাস্কর্যই ক্ষতবিক্ষত। লাল-সবুজের জার্সি ধুলোবালিতে বিবর্ণ, নাম ফলকে নেই পরিচিতিটুকুও।

পরিচর্যার অভাব আর অযত্ন অবহেলা স্পষ্ট। দেশের জন্য গৌরব ও আনন্দের উপলক্ষ বয়ে আনা ক্রিকেটারদের ভাস্কর্যের এমন হতশ্রী দশায় ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। সাবেক তারকা ক্রিকেটাররা বিষয়টিকে মানহানিকর বলছেন। তবে রক্ষণাবেক্ষণের ব্যর্থতার জন্য প্রযুক্তিগত সক্ষমতার অভাবকে দুষছেন সিটি মেয়র।

 

শামীম/ডাকুয়া

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ