• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কলম্বিয়ায় থামল ব্রাজিলের জয়রথ

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০১:০৫ পিএম

কলম্বিয়ায় থামল ব্রাজিলের জয়রথ

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল এখনও অপরাজিত। টানা ৯ ম্যাচ জিতে কলম্বিয়ায় মাঠে নেমেছিল নেইমাররা। কিন্তু সেখানে থেমে গেছে তাদের জয়রথ। গোলশূন্য ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে এই প্রথম ড্র করল ব্রাজিল। সোজা কথায় এই প্রথম পয়েন্ট হারাল তারা। ৯ জয় ও এক ড্রয়ে ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নেইমাররা। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।

১০ ম্যাচে ১০ জয় নিয়ে ব্রাজিল মাঠ ছাড়লে অবাক হওয়ার কিছু ছিল না। বরং এটাই ছিল স্বাভাবিক। একাধিক সুযোগ পেয়েছিল তারা। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।

বিরতির পর শেষ ১০ মিনিটে রাফিনহার দারুণ দুটি চেষ্টা রুখে দেন কলম্বিয়া গোলকিপার ডেভিড ওসপিনা। কলম্বিয়া এগিয়ে যেতে পারত ম্যাচের শুরুর দিকেই। ৪ মিনিটে ইয়েরে মিনা ঠিকমতো হেড করতে পারলে ম্যাচের স্কোরকার্ড অন্য রকমও হতে পারত।

নিষ্প্রাণ প্রথমার্ধের পর ম্যাচের দুই দল জেগে উঠেছিল শেষ ৩০ মিনিটে। কিন্তু দুই দলের গোলকিপার এ সময় ত্রাতা হয়ে দাঁড়ান। দূরপাল্লার প্রচেষ্টা রুখে দেন কলম্বিয়ার ওসপিনা ও ব্রাজিলের আলিসন।

আগের ৯ ম্যাচে ২২ গোল করা ব্রাজিলের আক্রমণভাগ এ ম্যাচে প্রত্যাশানুযায়ী খেলতে পারেনি। নেইমার ১৫টি পাস দিতে ব্যর্থ হন। বিশ্বকাপ বাছাইপর্বে কোনো ম্যাচে পাসিংয়ে তার এটাই সবচেয়ে বাজে ব্যর্থতার নজির।

তবে প্রথমার্ধে দারুণ একটি শট নিয়েছিলেন নেইমার। লুকাস পাকেতার শট রুখে দেন ওসপিনা। নেইমারের পাস থেকে কলম্বিয়া গোলকিপার ওসপিনাকে একা পেয়েও গোল করতে পারেননি পাকেতা।

বিরতির পর কলম্বিয়ার ম্যাথিয়াস ইরিবের শট রুখে দেন আলিসন। শেষ দিকে ওসপিনার দারুণ দুটি পরীক্ষা নেন রাফিনহা। তার বাঁ পায়ের দূরপাল্লার শট ডাইভ দিয়ে ঠেকান ওসপিনা। এরপর আন্তনিওর ক্রসে দারুণভাবে পা ছুঁইয়েছিলেন। ওসপিনা এবারও বাধা! 

ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচের একাদশে চারটি পরিবর্তন এনে দল সাজান ব্রাজিল কোচ তিতে। নিজের পছন্দের ৪-৪-২ ফর্মেশনে বদল এনে দল মাঠে নামান ৪-৩-৩ ছকে। লেফট ব্যাকে ফিরিয়েছেন অ্যালেক্স সান্দ্রোকে।

রক্ষণে থিয়াগো সিলভার জায়গায় এদের মিলিতাও, মাঝ মাঠে গারসনের বিকল্প ফ্রেড এবং নেইমারকে জায়গা দিতে এভারটন রিবেইরোকে বেঞ্চে বসিয়ে রাখেন তিতে।

অন্য ম্যাচে পেরুকে ১-০ গোলে হারায় বলিভিয়া। ইকুয়েডরের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ভেনেজুয়েলা। ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে পেরু। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আটে বলিভিয়া। ইকুয়েডর (১১ ম্যাচে) ১৬ পয়েন্ট নিয়ে চারে। টেবিলে শীর্ষ চার দল সরাসরি খেলবে কাতার বিশ্বকাপে।

 

শামীম/ডাকুয়া

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ