• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে রুবেল

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ১১:৪৭ পিএম

শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে রুবেল

ক্রীড়া প্রতিবেদক

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সরব ক্রিকেট অঙ্গন। প্রস্তুতির শেষ প্রান্তে দলগুলো। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের আসর। সব মিলিয়ে আর মাত্র সপ্তাহ খানেকের মতো বাকি বিশ্বকাপ শুরুর। শেষমুহূর্তে এসে আইসিসির নিয়মের মধ্যে থেকে দল পুনর্গঠন করেছে পাকিস্তান। একই পথে হেঁটেছে বাংলাদেশ দল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলে পরিবর্তন আনেনি।  ১৫ সদস্যের দলের সঙ্গে যোগ করেছেন আরও এক সদস্য। ফলে দলে জায়গায় পেয়েছেন রুবেল হোসেন। এর আগে বাংলাদেশ দলের সাথে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন তিনি।

শনিবার ( অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয় স্টান্ডবাই থাকা আরেক ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লব দেশে ফিরে আসবেন বিশ্বকাপ শুরুর আগেই।

আইসিসির নিয়ম অনুযায়ী প্রতিটি দলের ১৫ সদস্যের স্কোয়াড হওয়ার কথা। সেখানে বাংলাদেশ দলের সদস্য বেড়ে দাঁড়িয়েছে ১৬ জন। ঠিক কোন প্রক্রিয়ায় রুবেলকে দলে নেওয়া হয়েছে? বিষয়ে কোন আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি বিসিবি।

বিসিবির এক নির্বাচক বলেন, ‘রুবেলকে দলে প্রয়োজন মনে করায় তাকে রাখা হয়েছে। আপনারা জানেন মুহূর্তে দলের সঙ্গে সে ওমানেই আছে। স্ট্যান্ডবাই প্রক্রিয়াটা তো অফিশিয়াল না, এজন্য তাকে অফিশিয়ালভাবে দলের সঙ্গে রাখা হয়েছে।

বর্তমানে ওমানে আছে বাংলাদেশ দল। সূচি অনুযায়ী আজ ( অক্টোবর) আরব আমিরাতে গিয়ে সেখানে ১০ তারিখে কোয়ারেন্টাইন শেষে ১১ তারিখে অনুশীলনে নামার কথা ছিল টাইগারদের। তবে যাত্রা একদিন পিছিয়ে যাওয়ায় অনুশীলনের সুযোগ পাবে না বাংলাদেশ দল। সরাসরি ১২ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ খেলতে নামতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে ১৩ অক্টোবর আবার অনুশীলনের পর ১৪ তারিখ দ্বিতীয় শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের, প্রতিপক্ষ আয়ারল্যান্ড। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ তারিখ ওমান ফিরে যাবে বাংলাদেশ দল। ১৬ অক্টোবর ফ্লাডলাইটের আলোর নিচে অনুশীলন। ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ রুবেল হোসেন।

 

ইফাত

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ