• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কার্ডের খড়গে বাংলাদেশ, নেপাল ম্যাচে নেই ইয়াসিন

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ০৭:৪৪ পিএম

কার্ডের খড়গে বাংলাদেশ, নেপাল ম্যাচে নেই ইয়াসিন

ক্রীড়া ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করলেও হঠাৎ করে ছন্দ হারিয়েছে বাংলাদেশ। তার সঙ্গে যোগ হয়েছে কার্ডের খড়গ। এ ফাঁস যেন কাটছেই না বাংলাদেশের। মালদ্বীপ ম্যাচে কার্ডজনিত সমস্যায় খেলতে পারেননি দুইজন। বাঁচা-মরার লড়াই শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। ওই ম্যাচে এই কার্ডজনিত কারণে খেলতে পারবেন না ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। তার গোলেই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে এক পয়েন্ট পেয়েছিল।

ইয়াসিন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে কার্ড দেখেছিলেন। দ্বিতীয় কার্ড দেখেছেন গতকাল মালদ্বীপ ম্যাচে। ইয়াসিন ছাড়াও কার্ড দেখেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, তারিক কাজীসহ আরও দুই ফুটবলার। নিয়ম অনুযায়ী দুই কার্ড দেখলে পরবর্তী ম্যাচ নিষিদ্ধ। সে হিসেবে নেপাল ম্যাচে গ্যালারিতে থাকতে হবে ভারতের ম্যাচ থেকে এক পয়েন্ট এনে দেওয়া ইয়াসিন।

আগামী ম্যাচে দলে ফিরবেন উইঙ্গার রাকিব হোসেন ও ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। নেপাল ম্যাচের আগে গুরুত্বপূর্ণ ও পরীক্ষিত ডিফেন্ডার ইয়াসিনকে না পাওয়া বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ।

১৩ অক্টোবর নেপালের বিরুদ্ধে শেষ ম্যাচ। টানা তিন ম্যাচ খেলার পর দুই দিন শিষ্যদের বিশ্রাম দিয়েছেন কোচ। আগামীকালও মাঠ অনুশীলন নেই। হোটেলে জিম, সুইমিং করে ফিটনেস ঠিক রাখবেন জামালরা। রোববার থেকে আবার মাঠের অনুশীলনে ফিরবেন তারা। রোববার ১০ অক্টোবর নেপাল-ভারত ও মালদ্বীপ-শ্রীলঙ্কা ম্যাচের পরেই টুর্নামেন্টের ফাইনালের সমীকরণ অনেকটা স্পষ্ট হবে।

শামীম/ডাকুয়া

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ