• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ভেনেজুয়েলার বিপক্ষে বড় জয় ব্রাজিলের

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ০৮:৩৪ এএম

ভেনেজুয়েলার বিপক্ষে বড় জয় ব্রাজিলের

ক্রীড়া ডেস্ক

শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল। স্বাগতিক ভেনিজুয়েলাকে ৩-১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ের মধ্যে দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে সেলেসাওরা।

শুক্রবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ১১ মিনিটেই জেসুস-মার্কিনিয়োসরা গোল হজম করেছিল। কিন্তু শেষ মুহূর্তে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

জেফারসন সতেলদোর পাস থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান এরিক রামিরেস। বক্সের মধ্যে ডান দিক থেকে আসা বল ঠিকমতো সামলাতে পারেননি দুই ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস ও ফাবিনিয়ো। সেই সুযোগে দলকে এগিয়ে নিতে ভুল করেননি দক্ষিণ আমেরিকান ফুটবলের উঠতি তারকা রামিরেস।

শুরুতে গোল হজম করে কিছুটা হতচকিত হয়ে পড়ে ব্রাজিল। প্রায় এক ঘণ্টা ম্যাচে পিছিয়ে ছিল তারা। এর মধ্যে ম্যাচে ফেরার কয়েকটি সুযোগ হাতছাড়া করে সেলেসাওরা। ২৩ মিনিটে এভারটন রিবেইরোর শট ভেনেজুয়েলা ডিফেন্ডারের গায়ে লেগে ক্রসবারে লাগে।

ভেনেজুয়েলাও বেশ কয়েকবার আক্রমণ চালানোর চেষ্টা করে। তবে ব্রাজিলের গোলকিপার আলিসন ছিলেন দারুণ ফর্মে। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনিয়ারানদা ও মাকিসের শট ঠেকিয়ে দলকে নিরাপদ রাখেন লিভারপুলের এই শট স্টপার। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভেনেজুয়েলা।

বিরতির পরপরই আলিসনের ভুলে ব্রাজিলের বক্সে বল পেয়ে যায় স্বাগতিক দল। লিড দ্বিগুণ করার চমৎকার সুযোগ হাতছাড়া করে তাদের আক্রমণভাগ। ৫৭ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। রাফিনিয়ার ফ্রি-কিকে হেড করে বল জালে জড়ান থিয়াগো সিলভা। অভিজ্ঞ এই ডিফেন্ডারের গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি।

৭১ মিনিটে রাফিনিয়ার কর্নার থেকে করা মার্কিনিয়োসের গোলে স্বস্তি ফেরে সেলেসাও শিবিরে। এরপর নিজেদের খুঁজে পায় ব্রাজিল। শেষ ১০ মিনিটে আরও দুইবার স্কোর করে সফরকারী দল। তাদের দ্বিতীয় গোল আসে পেনাল্টি থেকে।

৮৪ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। অস্কার গনসালেস নিজ বক্সে ফাউল করেন ব্রাজিলের ফরোয়ার্ড গাব্রিয়েল বারবোসাকে। নিজেই স্পট কিক নেন বারবোসা। স্কোরলাইন ২-১ করতে ভুল করেননি তিনি।

আর ইনজুরি টাইমে আন্টনির গোলে নিশ্চিত হয় তাদের বড় জয়। রাফিনিয়ার পাসে বক্সে বল পেয়ে যান বদলি হিসেবে নামা এই স্ট্রাইকার। প্রথম শট ভেনেজুয়েলা গোলকিপার ফিরিয়ে দিলে, রিবাউন্ড থেকে গোল করেন আন্টনি। এতে করে বাছাইপর্বের ৯ ম্যাচের সবগুলোতেই জিতল ব্রাজিল। সোমবার (১১ অক্টোবর) কলম্বিয়ার মাঠে নামছে তারা।

এই জয়ে ৯ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুন্ন রাখল তিতের শিষ্যরা। পাশাপাশি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত থাকার ধারাও অব্যাহত রাখল তারা।

জেডআই/এএমকে

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ