• ঢাকা বুধবার
    ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

ক্লান্তি ও শক্তিতে পার্থক্য দেখছেন অস্কার ব্রুজন

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ০১:৪৫ এএম

ক্লান্তি ও শক্তিতে পার্থক্য দেখছেন অস্কার ব্রুজন

ক্রীড়া ডেস্ক

মাঠে অনেকটা ছন্নছাড়াই ছিল তারিক কাজীরা। মালদ্বীপের বিপক্ষে ম্যাচে গোলমুখে বলার মতো কোনো শট নিতে পারেনি। ফলে - গোলে হেরেছে বাংলাদেশ। অথচ আগের ম্যাচে দশজন নিয়ে খেলে ড্র করেছিল ভারতের বিপক্ষে। কিন্তু আজ জামালদের রূপ ছিল যেনো অন্যরকম। হারের জন্য নিজেদের ক্লান্তিকে দায়ী করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের কোচ অস্কার ব্রুজন। পাশাপাশি কারণ হিসেবে দেখেছেন মালদ্বীপের শক্তিকেও।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ভারতের সাথে খেলে ৭২ ঘণ্টার মধ্যে মালদ্বীপের বিরুদ্ধে খেলতে হয়েছে। অন্য দিকে তারা পাঁচ দিন একদম সতেজ এবং শক্তিশালী মেজাজে ছিল।

দ্বিতীয়ার্ধে এই ক্লান্তি শক্তির পার্থক্যটা আরো ফুটে উঠে বলে মনে করেন অস্কার। তিনি বলেন, ‘প্রথমার্ধে আমরা ম্যাচেই ছিলাম। প্রথমার্ধ ফিফটি ফিফটি ভারসাম্যপূর্ণ ছিল। দ্বিতীয়ার্ধে আমরা শক্তিতে পিছিয়ে পড়ি।

ক্লান্তি শক্তির পাশাপাশি রেফারিংকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি, ‘খুবই পক্ষপাতী রেফারিং হয়েছে। আমাদের পাঁচটি কার্ড দেখানো হয়েছে। রেফারিং নিয়ে অনেক কিছু বলার আছে। আমি কিছু বলব না। ম্যাচ হারে রেফারিংকে আমি দায়ী করছি না। আমরা হেরেছি মূলত ক্লান্তি শক্তির তারতম্যে।

এই ম্যাচ হারায় বাংলাদেশের ফাইনাল পড়ে গেল শঙ্কায়। ১৩ অক্টোবর নেপালের বিপক্ষে শেষ ম্যাচ। সেই ম্যাচে নেপালকে হারালে ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই ম্যাচ নিয়ে অস্কারের ভাবনা, ‘আমরা পাঁচ দিন সময় পাব। আমরা এখানে এসেছি ভালো খেলার লক্ষ্যে নয়, ফাইনাল খেলার জন্য। ফাইনাল খেলতে হলে নেপালকে হারাতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করব পাঁচ দিন ধরে।

 

ইফাত

আর্কাইভ