প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০৪:২৯ পিএম
শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ে সাফ চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করেছে
বাংলাদেশ। পরের ম্যাচে দশজন নিয়েও শক্তিশালী ভারতকে রুখে দিয়েছে অস্কার ব্রুজোনের
শিষ্যরা। এবার সামনে স্বাগতিক মালদ্বীপ। সেই ম্যাচ সামনে রেখে শিষ্যদের সতর্ক
করেছেন স্বাগতিক কোচ সুজাইন আলি।
এক ভিডিও বার্তায় মালদ্বীপের কোচ বললেন, ‘তার দৃষ্টিতে বাংলাদেশ ক্লান্ত নয় বরং পরিশ্রমী দল। পাঁচ দিনের মধ্যে দুই ম্যাচ খেলায় তাদের মধ্যে কিছুটা ক্লান্তি থাকতে পারে কিন্তু এ মুহূর্তে ফলাফলের দিক থেকে তারা দারুণ অনুপ্রাণিত হয়ে আছে। বিশেষ করে ভারতের বিপক্ষে ড্রয়ের পর।’
এই টুর্নামেন্টে বাংলাদেশ এখন পর্যন্ত হার না মানলেও সাফ মুকুট ধরে রাখার মিশনে মালদ্বীপ শুরতেই হোঁচট খেয়েছে নেপালের কাছে ১-০ গোলে হেরে। তাই বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন মালদ্বীপের কোচ সুজাইন। অজেয়ভাবে ছুটে চলা বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ হবে না বলে শিষ্যদেরকে সতর্ক করেছেন তিনি।
২০০৮ সালে সাফে নিজেদের প্রথম শিরোপা জয়ের ১০ বছর পর মালদ্বীপ দ্বিতীয় শিরোপার স্বাদ পায় গত আসরে; ২০১৮ সালে বাংলাদেশের মাটিতে। কিন্তু এবার শুরুতেই ধাক্কা খেয়ে কোণঠাসা ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা দলটি।
মালদ্বীপ কোচ বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ ভালো দল। প্রায় একটা দল থেকেই তাদের অধিকাংশ খেলোয়াড় এসেছে। কোচও বসুন্ধরা কিংসের। সেখানকার ৮ জন (৯ জন) খেলোয়াড় আছে বাংলাদেশ দলে, যারা এখানে এএফসি কাপ খেলেছে। এই ভেন্যুতে তারা যখন খেলতে নামবে, তখন এটা তাদের কাছে মোটেও নতুন নয়। এই টুর্নামেন্টও তাদের কাছে নতুন নয়।’
আলি আশফাক, আলি ফাসিরের মতো তারকায় সাজানো আক্রমণভাগ মালদ্বীপকে প্রথম ম্যাচে গোল এনে দিতে পারেনি। বাংলাদেশের ফরোয়ার্ডরা ব্যর্থ হলেও দুই ডিফেন্ডার তপু বর্মণ ও ইয়াসিন আরাফাত দলকে পথ দেখিয়েছেন। এর মধ্যে ইয়াসিন ত্রাতা ভারতের বিপক্ষে ম্যাচে।
সাফের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে রুখে দেওয়া বাংলাদেশ আরও বেশি উজ্জীবিত দল বলে মনে করেন সুজাইন।
জেডআই/এম. জামান