• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

শেখ জামালকে হারিয়ে প্রথম জয় আরামবাগের

প্রকাশিত: মে ১১, ২০২১, ০৯:৩৬ পিএম

শেখ জামালকে হারিয়ে প্রথম জয় আরামবাগের

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের চলতি আসরে টানা ১৪ ম্যাচে অপরাজিত ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগের মৌসুমের পরিত্যক্ত লিগেও চার ম্যাচে হারেনি তিনবারের লিগ চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে ১৮ ম্যাচে অপরাজিত থাকার পর হারের স্বাদ পেলবেঙ্গল ইয়োলোসখ্যাত দলটি। তাও আবার রেলিগেশনের শঙ্কায় থাকা দুর্বল আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে।

মঙ্গলবার (১১ মে) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় শেখ জামালকে - গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আরামবাগ। এটি একদিকে যেমন শেখ জামালের প্রথম হার অন্যদিকে আরামবাগেরও প্রথম জয়। 

এই জয়ে ১৬ ম্যাচে পয়েন্ট অর্জন করেও গোলগড়ে ব্রাদার্স থেকে পিছিয়ে থাকায় তলানিতেই থাকল আরামবাগ। ১৫ ম্যাচের ৯টি জয়পাঁচ ড্র এবং এক হারে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জামাল।

  দিন ম্যাচের ১৫ মিনিটে গোলমুখ খুলতে সমর্থ হয় শেখ জামাল। সতীর্থের থ্রোতে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন জামালের ওমর জোবে। সাইড ভলিতে বল জালে জড়িয়ে দেন এই গাম্বিয়ান ফরোয়ার্ড (-)

প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে দারুণ এক গোলে সমতায় ফেরে দুর্বল আরামবাগ। বক্সে প্রায় দশ গজ দূরে ফ্রি-কিক পায় তারা। ফলস রান করেন ওমর। দূরপাল্লার স্পট কিকে বল গোল করেন উজবেক ফরোয়ার্ড আবদুকাদিরভ (-) প্রথমার্ধ শেষ হয়েছে - গোলের সমতায়।

বিরতির পর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় আরামবাগ। ৫৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে কাজী রাহাদের লম্বা থ্রো-ইন কাঁধ দিয়ে ক্লিয়ার করতে যান জামালের মনির আলম। বল পেয়ে যান আরামবাগের ফুটবলার ওমর ফারুক। পোস্টের বেশ কাছ থেকে হেড করে জালে জড়ান ওমর ফারুক (-)

৫৬ মিনিটে আরামবাগের আক্রমণ প্রতিহত করতে গোলপোস্ট ছেড়ে সামনে বের হয়ে আসেন জিয়া। ফাঁকা পোস্ট পেয়ে সুযোগটা কাজে লাগাতে দেরি করেননি নিহাদ জামান উচ্ছ্বাস। শুয়ে পড়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন আরামবাগের এই তরুণ ফুটবলার (-)

নির্ধারিত সময়ের পর যোগ হয় মিনিট। কিন্তু শেষ পর্যন্ত এই সময়েও ম্যাচে ফেরা হয়নি জামালের। তাই দুর্বল আরামবাগের কাছেই প্রথম হারের তিক্ত স্বাদ পায় তারা।

প্রথম পর্বে আরামবাগকে - গোলের বড় ব্যবধানে হারিয়েছিল শেখ জামাল। প্রথম জয়ে রেলিগেশন জোন থেকে বের হয়ে আসার একটা সম্ভাবনা তৈরি করল আরামবাগ।

জেডআই/সিআর/এম. জামান

আর্কাইভ