• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

দুই বছর পর বঙ্গবন্ধু জাতীয় বয়সভিত্তিক সাঁতার

প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৯:৪৪ পিএম

দুই বছর পর বঙ্গবন্ধু জাতীয় বয়সভিত্তিক সাঁতার

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছিল দেশের ক্রীড়াঙ্গন। পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসায় আবারও সচল হতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় দুই বছর পর শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা

রোববার (৩ অক্টোবর) মিরপুরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতায় ১০৩টি ইভেন্টে বালক ও বালিকা বিভাগে ৯০টি দলের ৩০০ জন সাঁতারু অংশগ্রহণ করবেন। পাঁচটি বয়স ভিত্তিক গ্রুপে খেলবে বালক-বালিকা এবং যুবক ও যুবতীরা। গ্রুপগুলো হলো- অনূর্ধ্ব ১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ বালক ও বালিকা এবং ১৮-২০ যুবক-যুবতী। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

তিন দিনব্যাপী  প্রতিযোগিতায় সাঁতারে ১০০টি ইভেন্ট ও ডাইভিংয়ে ৩টি ইভেন্ট (১ মিটার স্প্রিং বোর্ড, ৩ মিটার স্প্রিং বোর্ড ও ৫ মিটার প্ল্যাটফর্ম ডাইভিং) অনুষ্ঠিত হবে। আগে নৌবাহিনীতে ডাইভিং হলেও এবার হবে সুইমিং কমপ্লেক্সেই।

শনিবার (২ অক্টোবর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘মিরপুর সুইমিং কমপ্লেক্সে আমরা ডাইভিং পুল ও স্প্রিং বোর্ড সংযোজন করেছি। ফলে ডাইভিং প্রতিযোগিতা এবার এই সুইমিং পুলেই অনুষ্ঠিত হবে।এ সময় সুইমিং ফেডারেশনের কোষাধ্যক্ষ মো. রেজাউল হোসেন বাদশা, কার্যনির্বাহী সদস্য নিবেদিতা দাস ও ফেডাশেনের সভাপতির প্রতিনিধি ক্যাপ্টেন এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ ছাড়াও দলগত চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেয়া হবে। এ ছাড়াও সেরা সাঁতারু বালক ও বালিকারা ব্যক্তিগত ট্রফি ও আর্থিক পুরস্কার পাবে। সুইমিং কমপ্লেক্সের ডরমেটরী, ক্রীড়া পল্লী-১ ও ক্রীড়া পল্লী-২ ভবনে সাঁতারু ও অফিসিয়ালদের স্বাস্থ্যবিধি মেনে আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

প্রতিযোগিতার উদ্বোধন করবেন ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। সভাপতিত্ব করবেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ফেডারেশনের সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন। সর্বশেষ ২০১৯ সালে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল এ আসরটি।

জেডআই/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ