• ঢাকা বুধবার
    ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

সাবিনারা দেশে ফিরেছেন, আজ যাচ্ছেন জামালরা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ১১:২৬ এএম

সাবিনারা দেশে ফিরেছেন, আজ যাচ্ছেন জামালরা

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ নারী ফুটবল দল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উজবেকিস্তান থেকে দেশে ফিরেছে। দলের সবাই সুস্থ আছেন। দেশে ফিরে বাফুফে ভবনের চারতলায় তারা ক্যাম্পে উঠেছেন।

সাবিনারা উজবেকিস্তানে এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলেছে। দুই ম্যাচেই তারা ০-৫ গোলে হেরেছেন। তবে উজবেকিস্তান থেকে ফেরার পথে হংকংয়ের বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। উজবেকিস্তান যাওয়ার আগে বাংলাদেশ দল নেপালের বিপক্ষে কাঠমান্ডুতে দুটো প্রীতি ম্যাচ খেলেন। 

সাবিনারা দেশে আসার কয়েক ঘণ্টার মধ্যে জামালরা দেশ ছাড়ছেন। ১ অক্টোবর থেকে মালদ্বীপের মালেতে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ফুটবল আসর সাফে অংশ নিতে আজ (মঙ্গলবার) দুপুরে দেশ ত্যাগ করবেন জামালরা।

সাফে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর জামাল ভুঁইয়ারা যথাক্রমে ভারত, মালদ্বীপ ও নেপালকে মোকাবেলা করবে। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল শিরোপা লড়াইয়ে নামবে।

 

শামীম/ডাকুয়া

আর্কাইভ