• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

ব্যাঙ্গালুরুকে হারিয়ে শীর্ষে চেন্নাই

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ০২:৫১ এএম

ব্যাঙ্গালুরুকে হারিয়ে শীর্ষে চেন্নাই

ক্রীড়া ডেস্ক

হেসে খেলেই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ১৫৭ রানের জয়ের লক্ষ্যে  ব্যট করতে নেমে ১১ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয় পায় ধোনির দল। আর তাতে আইপিএলের এবারের আসরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে তারা।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) শারজায় প্রথমে ব্যাট করতে নামে ভিরাট কোহলির দল। ১৩ ওভার পেরোতেই বিরাট কোহলি আর দেবদূত পাডিক্কেলের জুটিতে বিনা উইকেটে ১১১ রান তুলে নেন তারা।  শুরুটা বিধ্বংসী হলেও তাদের চেপে ধরেন চেন্নাইর বোলাররা। ফলে ৬ উইকেটে ১৫৬ রানেই থেমে যায় তারা। 

জবাবে ব্যাট করতে নেমে রান পেয়েছেন চেন্নাইর টপঅর্ডারের সবাই। রুতুরাজ গাইকঁদ করেন ২৬ বলে ৩৮। ফাফ ডু প্লেসিসের ২৬ বলে ৩১ আর মঈন আলি করেন ১৮ বলে ২৩। দলকে সহজ জয়ের পথ দেখিয়েছেন আম্বাতি রাইডুরা।  ২২ বলে ৩২ রানের ইনিংস খেলেন তিনি । সুরেশ রায়না ১৭ রান আর ধোনির ১১ রানে সহজ জয় পায় চেন্নাই।

চেন্নাই বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ডোয়াইন ব্রাভো। ২৪ রানে নিয়েছেন ৩টি উইকেট। ২৯ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন শার্দুল ঠাকুর।

 

ইফাত

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ