প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০২:১৬ পিএম
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দল নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে
মাঠে নামবে বুধবার (২২ সেপ্টেম্বর)। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান। উজবেকিস্তানে
অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৪টায়।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে ০-৫ গোলে হেরেছিল।
এশিয়ান কাপের মূল পর্বে যেতে সাবিনাদের আজ জয়ের বিকল্প নেই। এশিয়ার অন্যতম
শক্তিশালী দলের বিরুদ্ধে জয় পাওয়া খুবই কঠিন। এটা বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী
ছোটন নিজেও উপলব্ধি করেন- ‘আমরা ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে ভালো ফলাফলের
চেষ্টা করব।’
জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য এখন নারী দলের গোলরক্ষক কোচ।
তিনি নারী দলের বাস্তবতা তুলে ধরলেন এভাবে- ‘গোলরক্ষক রুপনা
চাকমা ছাড়া অন্য ২ গোলরক্ষকের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। বাংলাদেশ দল
যত ম্যাচ খেলবে তত ভালো খেলবে।’
জর্ডান ম্যাচের আগে বাফুফে মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ
সাবিনাদের উদ্বুদ্ধ করতে বোনাস ঘোষণা করেছিলেন। সেই বোনাস ঘোষণা ম্যাচের ফলাফলে
ভালো প্রভাব ফেলেনি।
০-৫ গোলে হারলেও মহিলা উইংয়ের চেয়ারম্যান কিরণ ও এই সফরের দলনেতা জাকির হোসেন
চৌধুরীর পর্যবেক্ষণ- ‘মেয়েরা প্রথমার্ধে তুলনামূলক ভালো খেলেছে। বেশ
কিছু আক্রমণ করেছে। জর্ডানের মেয়েদের বয়স ও অভিজ্ঞতা আমাদের চেয়ে অনেক এগিয়ে।
নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেললে বড় দলগুলোর সঙ্গে আমাদের ব্যবধান কমে আসবে।’
অধিনায়ক সাবিনা খাতুন ছাড়া বাংলাদেশ জাতীয় দলের সব ফুটবলারের বয়সই ২০ বছরের
নিচে। যেখানে জর্ডান-ইরান নারী দলের গড় বয়স ২৫-২৭ বছর।
শামীম/এম. জামান