• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

মালদ্বীপ যাওয়া হচ্ছে না বসুন্ধরা কিংসের

প্রকাশিত: মে ৯, ২০২১, ০৮:৩২ পিএম

মালদ্বীপ যাওয়া হচ্ছে না বসুন্ধরা কিংসের

ক্রীড়া ডেস্ক

আগামী ১৪ থেকে ২০ মে মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এএফসি কাপের মূল পর্ব। সেখানে খেলতে রোববার ( মে) উড়াল দেয়ার কথা ছিল বসুন্ধরা কিংসের। সব কিছু গুছিয়ে যখন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়ার অপেক্ষায় কিংস বহর, ঠিক তখনই খবর এলো এএফসি কাপ স্থগিত।

এমন খবরে হতবাক বসুন্ধরা কিংস ম্যানেজমেন্ট। ক্লাবটির সভাপতি ইমরুল হাসান বলেন, ‘মালদ্বীপ ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তার সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে। সে জানতে চেয়েছিল আমাদের ফ্লাইট কখন। তারপর আমরা বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এরই মধ্যে এএফসি জানাল খেলা স্থগিত।খেলা আপাতত স্থগিত করলেও পরে কখন, কোথায় হবে ব্যাপারে এএফসি কিছুই জানায়নি।

দিকে মঙ্গলবার (১১ মে) মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে ভারতের ব্যাঙ্গালুরুর প্লে-অফ ম্যাচ খেলার কথা। সেই লক্ষ্যে শুক্রবার ( মে) মালদ্বীপে পৌঁছে গেছেন ব্যাঙ্গালুরুর খেলোয়াড় অফিসিয়ালরা।

করোনার তীব্রতা বাড়ায় এরই মধ্যে রাত্রিকালীন কারফিউ জারি করেছে মালদ্বীপ কর্তৃপক্ষ। মালদ্বীপ ফুটবল ফেডারেশন এএফসির কাছে খেলা স্থগিতের অনুরোধ করেছিল। প্রথমে সেই অনুরোধে সাড়া না দিলেও শেষ মুহূর্তে এএফসি কাপের খেলা স্থগিত করে এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটি।

এএফসি কাপের খেলাগুলো হওয়ার কথা ছিল গত বছর। কিন্তু করোনার কারণে তা বাতিল হয়েছিল। এএফসি কাপে সাউথ এশিয়ান জোন থেকে চ্যাম্পিয়ন দল পরবর্তী রাউন্ডে খেলবে।

জেডআই/সিআর/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ