• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

জাতীয় যুব হ্যান্ডবলের দ্বিতীয় আসর শুরু সোমবার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৬:০৯ পিএম

জাতীয় যুব হ্যান্ডবলের দ্বিতীয় আসর শুরু সোমবার

ক্রীড়া প্রতিবেদক

টিকাদান কর্মসূচি জোরদারের পর করোনাভাইরাস পরিস্থিতি খানিকটা সহনীয় পর্যায়ে চলে এসেছে। তাতে আবারও সক্রিয় হতে যাচ্ছে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গন। তারই ধারাবাহিকতায় মাঠে গড়াচ্ছে জাতীয় যুব (অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা) হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় আসর।

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে যুবাদের এই হ্যান্ডবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার বালক বিভাগে ১২টি ও বালিকা বিভাগে ৮টি দলসহ মোট ২০টি দল অংশ নেবে। সবগুলো খেলাই হবে পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম. এনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে।

রোববার (১৯ সেপ্টেম্বর) হ্যান্ডবল স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের প্রতিযোগিতা সম্পর্কে অবহিত করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বালক বিভাগের খেলা সোমবার থেকে শুরু হবে। যা চলবে ২২ তারিখ পর্যন্ত। অন্যদিকে ২৪ তারিখ থেকে শুরু হবে বালিকা বিভাগের খেলা। যা চলবে ২৬ তারিখ পর্যন্ত।

এ সময় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর বলেন, ‘ওয়ালটন গ্রুপ ও হ্যান্ডবল- এই দুই পরিবার একত্রে কাজ করছি। ওয়ালটন গ্রুপ আমাদের সঙ্গে নিয়মিতই সম্পৃক্ত হচ্ছে। সেজন্য তাদের ধন্যবাদ জানাই।

ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ওয়ালটন পরিবার ২০১৪ সাল যুব জাতীয় হ্যান্ডবলের সঙ্গে আছি। এটা একটা ট্যালেন্ট হান্ট জাতীয় প্রতিযোগিতা। এখানে যারা খেলবে তারাই এক সময় জাতীয় দলকে সমৃদ্ধ করবে। সে কারণেই এই টুর্নামেন্টের সঙ্গে নিয়মিত সম্পৃক্ত হওয়া। আগে বালক ও বালিকা আলাদা আলাদা টুর্নামেন্ট হতো। এবার হচ্ছে একসঙ্গে। চেষ্টা করব ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হতে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মো. নূরুল ইসলাম ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান উপ-সচিব (পুলিশ-৩) মো. আবুল ফজল মীর।

প্রতিযোগিতার বালক বিভাগে অংশ নিতে যাওয়া দলগুলো হলো : পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা।

বালিকা বিভাগে অংশ নিতে যাওয়া দলগুলো হলো : পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাগোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থা।

উভয় বিভাগের দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল সেমিফাইনালে উঠবে। সেখান থেকে দুটি করে দল খেলবে ফাইনাল। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে।

জেডআই/এম. জামান

আর্কাইভ