প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৯:১২ পিএম
দেড় যুগ
পর পাকিস্তান সফরে এসে না খেলেই চলে গেছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। শুক্রবার (১৭
সেপ্টেম্বর) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হওয়ার মুহূর্তে নিরাপত্তা শঙ্কার
অজুহাতে সফর বাতিল করে কিউইরা। এমন পরিপ্রেক্ষিতে সাবেক গতি তারকা শোয়েব আকতার বলেছেন,
পাকিস্তান ক্রিকেটকে হত্যা করল নিউজিল্যান্ড।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে
নিজের ক্ষোভ ঝেড়ে শোয়েব লিখেছেন, ‘এই সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেটকে খুন করল নিউজিল্যান্ড।’
এরপর নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে নিউজিল্যান্ডের সিদ্ধান্তকে শূলে চড়ান তিনি।
বলেন, ‘নিউজিল্যান্ড দল ইসলামাবাদে শেষ চার পাঁচ দিন ধরেই আছে, আর তাদের নিখুঁত নিরাপত্তা
ব্যবস্থায় রাখা হয়েছে। কিন্তু হঠাৎ করে তারা গোয়েন্দাদের তথ্য পেয়ে এই সিদ্ধান্ত নিয়ে
নিলো।’
শোয়েব জানান, পাকিস্তান
বিশ্বের অন্যতম নিরাপদ স্বর্গগুলোর একটা। বললেন, ‘গোয়েন্দাদের এমন তথ্য আসবেই। কিন্তু
আপনি পাকিস্তানকে বিশ্বের অন্যতম নিরাপদ স্বর্গগুলোর একটা হিসেবে বিশ্বাস করতে পারেন।
আমাদের আইএসআই ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ দেশে শান্তি বজায় রাখার জন্য নিরন্তর
চেষ্টা করে যাচ্ছে।’
শোয়েবের অভিমত, সেখানকার
নিরাপত্তাব্যবস্থাকে বিশ্বাস করতে পারত নিউজিল্যান্ড। কিন্তু সেটা শেষমেশ হয়নি, আর
তাই পাকিস্তান লজ্জিত হয়েছে বেশ। সাবেক পাকিস্তান পেসারের কথা, ‘আমাদের গোয়েন্দা বিভাগকে
তারা বিশ্বাস করতে পারত, তাহলে এভাবে আমাদের অপমানিত হতে হতো না। কিংবা পাকিস্তানে
আসার আগেই এই সিদ্ধান্ত নেওয়া হলে ভালো হতো। এভাবে সফর শেষ না করে চলে যাওয়াটা ভাবমূর্তি
খারাপ করবে পাকিস্তানের। পৃথিবীর সব জায়গায় নিরাপত্তার শঙ্কা আছে, আর তাই আপনারা আমাদের
নিরাপত্তা ব্যবস্থাকে সম্মান জানাতে পারতেন।’
জেডআই/ডাকুয়া