প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০৭:৩১ পিএম
করোনাভাইরাসের অজুহাতে চার ম্যাচ সিরিজের
শেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলেনি ভারত। এতে ব্যাপক ক্ষতির
মুখে পড়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিষয়টি ক্ষোভের
সঞ্চার করেছে ইংলিশ সমর্থকদের মধ্যে।
শুক্রবার
(১০ সেপ্টেম্বর) ম্যানচেস্টারে ভারত ও ইংল্যান্ডের
মধ্যকার সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা
ছিল। কিন্তু তার আগেই টিম
ইন্ডিয়ার জুনিয়র ফিজিও যোগিশ পারমার করোনা আক্রান্ত হন। তবে ভারতীয়
দলের সব সদস্যের টেস্ট
করানো হয়। সেই টেস্টে
কোহলিদের ফল নেগেটিভ আসার
পরও ম্যানচেস্টারে খেলেনি ভারত।
একেবারে
শেষ মুহূর্তে পঞ্চম টেস্ট বাতিল হওয়ায় ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলাবলি করছেন প্রথম চার টেস্টের মধ্যে
দুটিতে জিতে ২-১
ব্যবধানে এগিয় থাকা ভারত
ম্যানচেস্টারে হেরে যাওয়ার ভয়ে
খেলেনি।
সিরিজের
পঞ্চম টেস্ট বাতিল হওয়ায় স্বাগতিক ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ৪০ মিলিয়ন ডলার
ক্ষতির মুখে পড়েছে।
ম্যানচেস্টার
টেস্ট বাতিল হওয়ায় ইংল্যান্ড ক্রিকেট দলের অফিসিয়াল সমর্থকদের
গ্রুপ বার্মি আর্মি রীতিমতো ক্ষুব্ধ। বার্মি আর্মির প্রধান ক্রিস মিলার্ড জানান, সিরিজের পঞ্চম টেস্ট বাতিল হওয়ায় আমরা সত্যিই হতাশ।
আমি ওল্ড ট্রাফোর্ডে খেলা
দেখতে এসে সকাল ৮টায়
জানতে পারি টেস্ট বাতিল।
শুধু সমর্থকেরাই নয়, এত দেরিতে
বাতিলের সিদ্ধান্ত হওয়ায় অনেক ব্যবসায়ী ক্ষতির
সম্মুখীন হয়েছেন। ভারতের এভাবে টেস্ট না খেলে চলে
যাওয়া অন্যায়।
জেডআই/এম. জামান