• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৩:৫৭ পিএম

ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

টানা দ্বিতীয় জয়ে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচ জিতে স্বাগতিকদের অপেক্ষায় রাখে নিউজিল্যান্ড। চতুর্থ ম্যাচে সিরিজ নিশ্চিতের সুযোগ রয়েছে টাইগারদের সামনে। এমন ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে লাল-সবুজ দল।

বুধবার ( সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। খেলা শুরু হবে বিকেল ৪টায়।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড উপহার দিয়ে জিতেছে বাংলাদেশ। সফরকারীদের করা ৬০ রানের জবাবে উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকেরা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে রানে হারায় লাল-সবুজ দল। ফলে টানা দুই জয়ে সিরিজে - ব্যবধানে এগিয়ে যায় সাকিব-মুশফিকরা। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে একাধিকবার ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস আছে বাংলাদেশের। নেই টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্মৃতি। এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের অপেক্ষা। কাজটি কঠিন তবে অসম্ভব নয়। আজ জিতলেই বাংলাদেশের নামের পাশে আরেকটি সাফল্য যুক্ত হবে।

চতুর্থ টি-টোয়েন্টিতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। তবে নিউজিল্যান্ড একাদশে দুটি পরিবর্তন হয়েছে। জ্যাকব ডাফি এবং স্কট কুগেলিনের জায়গায় ফিরেছেন হামিশ বেনেট ব্লেয়ার টিকনার।

বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ : রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকোনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার হামিশ বেনেট।

জেডআই/এম. জামান

আর্কাইভ