• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বিপিএল ফুটবল : আজ দুর্বলের বিপক্ষে সবলের লড়াই

প্রকাশিত: মে ৭, ২০২১, ০১:৫৮ পিএম

বিপিএল ফুটবল : আজ দুর্বলের বিপক্ষে সবলের লড়াই

ক্রীড়া ডেস্ক

এক দিনের বিরতি শেষে আবারও শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) দ্বিতীয় লেগের খেলা। শুক্রবার (৭ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

বিকেল ৪টায় দিনের প্রথম ম্যাচে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে রহমতগঞ্জ এমএফএস। উভয় দলই দ্বিতীয় লেগে দুটি করে ম্যাচ খেলেছে। এই লেগের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশের সঙ্গে ২-২ গোলে ড্র করলেও দ্বিতীয় খেলায় ব্রাদার্স ইউনিয়নকে ৫-২ গোলে হারিয়েছে আবাহনী। আর রহমতগঞ্জ প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে। দ্বিতীয় ম্যাচে শেখ রাসেলের কাছে ৩-০ গোলে হেরে যায়।

চলমান লিগে এ পর্যন্ত ১৪ ম্যাচ খেলেছে ঢাকা আবাহনী। এর মধ্যে আট জয়, পাঁচ ড্র আর এক হারে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে দলটি। আর সমান ১৪ ম্যাচে তিন জয়, পাঁচ ড্র এবং ছয় হারে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টমে রয়েছে রহমতগঞ্জ।
সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে উত্তর বারিধারার সঙ্গে মোকাবিলা করবে বাংলাদেশ পুলিশ এফসি। চলমান লিগে এ পর্যন্ত ১৪ ম্যাচ খেলে তিনটি জয়, চার ড্র আর সাত পরাজয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে রয়েছে পুলিশ। অপরদিকে ১৩টি ম্যাচ খেলে এক জয়, ছয় ড্র ও ছয় পরাজয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে রয়েছে বারিধারা।

রাত ৯টায় তৃতীয় ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামবে ‘অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত ব্রাদার্স ইউনিয়ন। উভয় দলই দ্বিতীয় লেগে দুটি করে ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। অপরদিকে দুই ম্যাচেই হেরেছে ব্রাদার্স। শেখ রাসেলের কাছে ১-০ এবং ঢাকা আবাহনীর সঙ্গে ৫-২ গোলে পরাজিত হয়েছে গোপীবাগের দলটি।

এ পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে ১৩ জয় আর এক ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। আর ব্রাদার্স ইউনিয়ন ১৪ ম্যাচ খেলে এক জয়, দুই ড্র এবং ১১ হারে পাঁচ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে ১২তম। 

আজকের তিনটি ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ। তাদের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল রহমতগঞ্জ, ব্রাদার্স ও বারিধারা। তাই বলা যেতে পারে আজ দুর্বলের বিপক্ষে সবলের লড়াই।

জেডআই/এএএম/এএমকে

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ