• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

‘আর্জেন্টিনার মিথ্যুক ফুটবলাররা বড় কেলেঙ্কারির জন্ম দিয়েছে’

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৯:২২ পিএম

‘আর্জেন্টিনার মিথ্যুক ফুটবলাররা বড় কেলেঙ্কারির জন্ম দিয়েছে’

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ফুটবল দলের। রোববার ( সেপ্টেম্বররাতে হয়েছিলও তারা। কিন্তু খেলা শেষ হতে পারেনি। খেলা শুরু হতে না হতেই কোয়ারেন্টিনের নিয়ম ভঙ্গ করায় আর্জেন্টিনার চার ফুটবলারকে গ্রেফতার করতে মাঠে নেমে পড়েন ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মীরা।

আর্জেন্টিনার চার ফুটবলার এমিলিয়ানো মার্তিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, জিওভান্নি লো সেলসো, ক্রিস্টিয়ান রোমেরোদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি কোয়ারেন্টিনে না থেকেই সরাসরি মাঠে চলে আসেন। যে কারণে ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাদের গ্রেফতারে মাঠে ঢুকে পড়েন।

ব্রাজিলের জনপ্রিয় অনলাইন পোর্টালইউওএল-এর কলামিস্ট ডিয়েগো গার্সিয়া লিখেছেন- করোনার এই মহামারিতে ফুটবল নিয়ে সবচেয়ে বড় কেলেঙ্কারির জন্ম দিয়েছে আর্জেন্টিনার মিথ্যুকরা। এই ঘটনার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো দুষছেন আর্জেন্টিনার চার খেলোয়াড়কে।

তিনি টুইট বার্তায় বলেন, ‘আর্জেন্টাইনরা চাতুরী করেছে। জেনেশুনেই ব্রাজিলের আইন ভেঙেছে, আনভিসাকে কিছু টের পেতে দেয়নি। ইংল্যান্ড থেকে তারা চার খেলোয়াড়কে এনেছে। ম্যাচের আগে পুলিশকে তাই তদন্ত করতে হয়েছে, কারা নিয়ম মানেনি। আর্জেন্টিনার চরম শাস্তি হওয়া উচিত।

শামীম/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ