• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আড়াই বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলবে সাবিনারা

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০২:০৮ পিএম

আড়াই বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলবে সাবিনারা

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের মেয়েরা ২০১৯ সালের মার্চে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে ফুটবল ম্যাচ খেলেছিলেন। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ওই ম্যাচের পর আর মাঠে নামা হয়নি সাবিনা-কৃষ্ণাদের। বয়সভিত্তিক বিভিন্ন ম্যাচ খেলা হলেও জাতীয় দলের ম্যাচ বন্ধ আড়াই বছর ধরে। দীর্ঘ সময় পর অবশেষে মেয়েরা আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবেন।

উজবেকিস্তানে এশিয়ান কাপ ম্যাচ খেলতে বাংলাদেশ নারী ফুটবল দল সোমবার ঢাকা ছেড়েছে। তবে সরাসরি উজবেকিস্তান যাচ্ছে না গোলাম রব্বানী ছোটনের দল। নেপাল হয়ে উজবেকিস্তান যাবে। তবে কাঠমান্ডুতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাবিনারা। ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটো। ফ্লাইট জটিলতার কারণে নির্দিষ্ট ভাড়ার তিনগুণ বেশি ব্যয় করে বাংলাদেশের মেয়েদের নেপাল পাঠানো হয়েছে চার্টার্ড ফ্লাইটে।

বাংলাদেশ দল সেখান থেকে ১৪ সেপ্টেম্বর যাবে উজবেকিজস্তান। ফিফা উইন্ডোতে না পড়ায় নেপালের বিপক্ষে ম্যাচ দুটি আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না।

১৯ সেপ্টেম্বর উজবেকিস্তানে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই ঠিক দুই বছর মাস পর খুলছে সাবিনা-কৃষ্ণাদের আন্তর্জাতিক ম্যাচের বন্ধদুয়ার। তাদের দ্বিতীয় ম্যাচ ২২ সেপ্টেম্বর। প্রতিপক্ষ ইরান।

যাওয়ার আগে নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আমাদের দুই প্রতিপক্ষ জর্ডান ইরান শক্তিশালী। ্যাংকিংসহ সব দিক দিয়ে এগিয়ে তারা। তবে লিগ শেষ হওয়ার পর থেকে মেয়েরা কঠোর অনুশীলন করেছে। এখন তারা ভালো একটা অবস্থানে রয়েছে। আশা করি, আমাদের মেয়েরা ভালো কিছু করবে সেখানে।

অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, ‘উজবেকিস্তান যাওয়ার আগে নেপালের প্রস্তুতি ম্যাচ দুটো খেললে বুঝতে পারব আমরা কোন অবস্থানে আছি।

আগামী বছর অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপের বাছাইয়ের খেলা হচ্ছে গ্রুপে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল উঠবে চূড়ান্ত পর্বে। গত আসরের চ্যাম্পিয়ন, রানার্সআপ, তৃতীয় দল এবং স্বাগতিক ভারতও খেলবে চূড়ান্ত পর্বে।

শামীম/ডাকুয়া

আর্কাইভ