• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আমরা দ্রুত ঘুরে দাঁড়াব : মাহমুদউল্লাহ

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৯:৩৫ পিএম

আমরা দ্রুত ঘুরে দাঁড়াব : মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টি জিতে পাঁচ ম্যাচের সিরিজে - ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হতো স্বাগতিকদের। কিন্তু মাহদুমউল্লাহর শততম টি-টোয়েন্টি ম্যাচ রাঙাতে পারেনি টাইগাররা। কিউইদের ১২৮ রান তাড়া করতে গিয়ে ৭৬ রানে অলআউট হয়ে ৫২ রানে হেরেছে লাল-সবুজ দল।

তবে ধাক্কা সামলে দ্রুতই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে মনে করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, ‘বোলাররা ভালো কাজ করেছে তাদের ১৩০ রানে আটকে। আমরা ব্যাটিংয়ে ভালো শুরু করেছি। কিন্তু ছন্দ হারিয়েছি। একসঙ্গে সবাই আউট হয়েছি। কেউ ভালো করতে পারিনি। জুটি গড়তে না পারায় পিছিয়ে পড়ি।

মাহমদউল্লাহর দাবি, ‘আমি মনে করি মিডল অর্ডার ভালো করছে। টপ অর্ডারও ভালো করছে। তবে আজ আমাদের জুটির অভাব ছিল। সেখানেই আজ পিছিয়ে পড়ি। আশা করছি, আমরা দ্রুত ঘুরে দাঁড়াতে পারব।

নিউজিল্যান্ডের দেয়া ১২৮ রান তাড়া করতে নেমে পেনিং জুটিতে ২৩ রান তুলে ফেলেছিল স্বাগতিক দল। এরপরই ছন্দপতন শুরু। ২৩, ২৪ ২৫ রানে বাংলাদেশ হারায় লিটন, মেহেদী সাকিবের উইকেট। প্রত্যেকেই উইকেট উপহার দেন অতিথিদের। আসা-যাওয়ার মিছিলে পরবর্তীতে যোগ দেন নাঈম, মাহমুদউল্লাহ, আফিফ সোহান। কেউ দায়িত্ব নিতে পারেননি। স্কোর বড় করতে পারেননি। তাতে লক্ষ্য থেকে ধীরে ধীরে ছিটকে যায় স্বাগতিকেরা।

প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পেলেও তৃতীয় ম্যাচে হারের তিক্ত স্বাদ পেতে হলো। সিরিজে - ব্যবধানে এগিয়ে মাহমুদউল্লাহরা। সিরিজ জয়ের সুযোগ এখনও আছে বাংলাদেশের। শেষ দুই ম্যাচে ভালো করে প্রথমবার নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে চায় তারা। শততম ম্যাচে হারের তিক্ত স্বাদ পাওয়া মাহমুদউল্লাহ সিরিজের শেষটা ভালো করতে মুখিয়ে- ‘আমরা এখনও এগিয়ে আছি। সিরিজ জয়ের জন্য হাতে দুটি সুযোগ আছে। আশা করছি, আমরা আগামী ম্যাচেই ঘুরে দাঁড়াব এবং তা জিতে সিরিজ নিশ্চিত করব।

জেডআই/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ