প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ১০:২৪ পিএম
আর্জেন্টিনা আর ব্রাজিল দ্বৈরথ মানেই অন্যরকম উত্তেজনা। যার
পরতে পরতে উত্তেজনা আর রোমাঞ্চের ছড়াছড়ি। শুধু বাংলাদেশ নয়, লাতিন আমেরিকার দেশ দুটির লড়াই ভিন্ন মাত্রা
যোগ করায় এই মহারণের অপেক্ষায় থাকে গোটা ফুটবল বিশ্ব। কোপা আমেরিকার পর আবারো
মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি হবে
রোববার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায়
ব্রাজিলের মারাকানায় হবে।
মহারণের আগে দুই দলেই বিরাজ করছে শেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস। ভেনেজুয়েলার
বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে পৌছায় আর্জেন্টিনা। সেই
তুলনায় চিলির বিপক্ষে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে সেলেসাওদের। কেননা ভ্রমণ জটিলতার
কারণে শীর্ষ ৯ খেলোয়াড়কে পায়নি তারা। তবুও এভেরটন রিভেইরোর একমাত্র গোলে বিশ্বকাপ
বাছাইপর্বে টানা সপ্তম জয় তুলে নেয় তিতে শিষ্যরা।
আর্জেন্টিনার বিপক্ষে জিতে সংখ্যাটা আটে পরিণত করতে চান এভেরটন। চিলির বিপক্ষে
ম্যাচ শেষে তিনি বলেন, ‘টানা সাত জয়
ঐতিহাসিক। এটা একটা ডার্বি এবং সত্যিই কঠিন একটা ম্যাচ এবং আমাদের আরও একটা ম্যাচ
জেতার আশা থাকবে।’
অপরদিকে আর্জেন্টিনাও ছেড়ে কথা বলতে রাজি নয়। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে
দ্বিতীয়তে থাকা মেসিরা পুনরাবৃত্তি করতে চায় কোপা আমেরিকার সেই ফাইনালের। যেখানে
আনহেল ডি মারিয়ার একমাত্র গোলে ২৮ বছর পর আন্তর্জাতিক শিরোপার দেখা পায়
আলবিসেলেস্তারা। তবে কোচ লিওনেল স্কালোনির জন্য চিন্তার কারণ হতে পারে তারকা
ফরোয়ার্ড লিওনেল মেসির চোট। ভেনেজুয়েলার বিপক্ষে বাজে ভাবে ফাউলের শিকার হন তিনি।
এদিক থেক ওদিক হলেই ঘটতে পারতো বিপদ।
সেই ঘা যে এখনও কাটেনি, তা বোঝা গেছে
গতকালই। বাস থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে নেমে অনুশীলনে গিয়েছিলেন মেসি। চোট ছাড়াও মেসির
ফর্মও আলোচ্য বিষয়। বিরতির পর খেলা দুটো ম্যাচেই ছিলেন নিজের ছায়া হয়ে ছিলেন। আজ
হয়তো পিএসজি ফরোয়ার্ডের কাছ সেটা আশা করবেন না আর্জেন্টাইন ভক্তরা।
দুই দলের সম্ভাব্য একাদশ :
ব্রাজিল : ওয়েভেরটন, দানিলো, মারকিনিওস, মিলিতাও, সান্দ্রো, পাকেতা, ক্যাসেমিরো, গিমারেজ, বারবোজা, নেইমার, ভিনিসিয়াস।
আর্জেন্টিনা : এমিলিয়ানো, মলিনা, পেজ্জেলা, ওতামেন্দি, তালিয়াফিকো, ডি মারিয়া, ডি পল, লো সেলসো, রদ্রিগেজ,
মেসি, লাওতারো।
জেডআই/এম. জামান